কলকাতা

নবান্নে মেট্রো নিয়ে বৈঠক আজ, ট্রেন চালানোর পরিকল্পনা এখনও প্রশ্নের মুখে

Advertisement

কলকাতা: শুরু হয়ে গিয়েছে ‘আনলক ফোর’। আর এই ‘আনলক ফোর’-এ আগামী সপ্তাহ থেকে দেশজুড়ে মেট্রো পরিষেবা চালু করার কথা আগেই ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই মতো ব্যবস্থা নিতে শুরু করেছে কলকাতা মেট্রোও। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে স্মার্টকার্ডে অনলাইন রিচার্জ। যদিও অনলাইন রিচার্জ করতে গিয়ে সার্ভার সমস্যার কারণে নাকাল হতে হয়েছে মেট্রো যাত্রীদের, তবুও দফায় দফায় বৈঠক এবং বিভিন্ন প্রস্তুতির মাধ্যমে জানান দেওয়া হচ্ছে যে, আগামী সপ্তাহ থেকে দেশের অন্যান্য জায়গার মতো কলকাতাতেও গড়াতে চলেছে মেট্রোর চাকা। সেই নিয়ে আজ, বৃহস্পতিবার নবান্নের বৈঠক হওয়ার কথা।

তবে শুধুই কি মেট্রো নাকি চলতে পারে লোকাল ট্রেনও? আগে জানা গিয়েছিল, বৃহস্পতিবার নবান্নে এই বৈঠকে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের কর্তারাও যোগ দেবেন। কিন্তু বুধবার রাত সাড়ে আটটা নাগাদ হঠাৎ পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে যে, তাদের পক্ষ থেকে কোনও কর্তাই এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন না। তাহলে কি পিছিয়ে গেল ট্রেন চালানোর পরিকল্পনা?

যদিও এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘আমরা মেট্রো ও ট্রেন চালানোর জন্য রেল বোর্ডকে চিঠি পাঠিয়েছি। বোর্ড সিদ্ধান্ত নেবে কবে থেকে ট্রেন চালু হবে। তারপরই আলোচনায় বসবো আমরা।’

প্রসঙ্গত, এই নিয়ে ইতিমধ্যেই রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রেল বোর্ডের ম্যানেজারকে চিঠি দিয়েছেন। তবে সূত্রের খবর আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে লোকাল ট্রেন এবং দূরপাল্লার ট্রেন চালানো হতে পারে। তবে এ নিয়ে কোনও সিদ্ধান্তই চূড়ান্ত হয়নি।

এমনকি রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে মেট্রো চালানোর জন্য সময় দিতে হবে। উপযুক্ত স্যানিটাইজ, সামাজিক দূরত্ববিধি সহ একাধিক নিয়মাবলীকে মাথায় রেখেই যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার পরই মেট্রোর চাকা ঘুরবে। এখন আজ, বৃহস্পতিবার নবান্নের বৈঠক থেকে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায় কিনা সেদিকেই সবার নজর থাকবে।

Related Articles

Back to top button