বিধানসভায় শপথ নিলেন একঝাঁক তারকা বিধায়ক, নতুন ইনিংস শুরু করলেন রাজ-কাঞ্চন

একুশে বাংলা বিধানসভা নির্বাচনে রীতিমতো বিজেপিকে ধুলিস্যাৎ করে জয়ের মুকুট ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। তারা বিধানসভার মোট ২৯৪ আসনের মধ্যে ২১৩ টি আসনে জয়লাভ করেছে। গতকাল অর্থাৎ বুধবার আবারও তৃতীয়বারের…

Avatar

একুশে বাংলা বিধানসভা নির্বাচনে রীতিমতো বিজেপিকে ধুলিস্যাৎ করে জয়ের মুকুট ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। তারা বিধানসভার মোট ২৯৪ আসনের মধ্যে ২১৩ টি আসনে জয়লাভ করেছে। গতকাল অর্থাৎ বুধবার আবারও তৃতীয়বারের জন্য বাংলার মসনদে বসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আজ বৃহস্পতিবার বিধানসভায় নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়েছে। সেখানে শপথ বাক্য পাঠ করাচ্ছেন প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায়।

আজকের শপথবাক্য গ্রহণ অনুষ্ঠানে একাধিক হেভিওয়েট প্রার্থী তথা তারকা প্রার্থী শপথ নিয়েছেন। আজকে মোট ১৪৩ জনের শপথ গ্রহণ হয়েছে। তাদের মধ্যে ছিলেন শোভন চট্টোপাধ্যায়, অতীন ঘোষ, পার্থ চট্টোপাধ্যায়, শশী পাঁজা, মদন মিত্র সহ একাধিক হেভিওয়েট নেতা। এছাড়াও ছিলেন ১২ জন তারকা প্রার্থী। তাদের মধ্যে ব্যারাকপুর থেকে নির্বাচিত হয়েছেন রাজ চক্রবর্তী, মেদিনীপুর থেকে জুন মালিয়া, বারাসাত থেকে চিরঞ্জিত। এছাড়াও ছিলেন অশোক দিন্দা, মনোজ তিওয়ারি, সোহম চক্রবর্তী প্রমুখরা। অনেকেই আজকে শপথ গ্রহণ করে তাদের নতুন রাজনৈতিক জীবনে পা দিয়েছেন।

জানা গিয়েছে, আগামীকাল আবারো শপথ নেবেন আরো ১৪৮ জন বিধায়ক। তবে গতকাল শপথ গ্রহণের পর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কথামতো করোনা নিয়ন্ত্রণে জোর দিয়েছেন। তিনি গতকালই নবান্নে গিয়ে বৈঠক করার পর একাধিক নিয়মাবলী যুক্ত একটি নির্দেশিকা জারি করেছেন। নির্দেশিকা অনুযায়ী আজ থেকে গোটা রাজ্যে কোন লোকাল ট্রেন চলছে না। এছাড়াও সরকারি বাস এবং মেট্রো ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলছে। বাজার খোলা বন্ধের নিয়ম এক থাকলেও সময়তে সামান্য পরিবর্তন করা হয়েছে। জানা গিয়েছে বিকেলের দিকে ৫ টা থেকে ৭ টা অব্দি দোকান খোলা যাবে।

About Author