ভোটের আগেই ফুরফুরা শরীফে যেতে পারেন শাসক শিবিরের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার তথা আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেন ত্বহা সিদ্দিকী (Twaha Siddiqui)। প্রায় ৪০ মিনিট কথা হয় দুই জনের মাঝে। মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করার পরেই এমন কথা জানিয়েছে ফুরফুরা শরীফের ত্বহা সিদ্দিকী।
তবে বৈঠকে রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি বলেই জানিয়েছেন ত্বহা সিদ্দিকী। প্রসঙ্গত উল্লেখ্য, আগস্মী ৬,৭,৮ ইমার্চ পর পর ৩ দিন রয়েছে ফুরফুরা শরীফে ধর্ম সভা। এইদিন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর সাথে বৈঠকে কেবল মাত্র আলোচনা হয়েছে এই তিন দিন নিয়ে, এমনটাই দাবি করেছেন ত্বহা সিদ্দিকী।
এইদিন ত্বহা সিদ্দিকী বলেন, ঐ তিন দিন লক্ষাধিক লোকের সমাগম হবে ফুরফুরা শরীফে। তাই সেই সভার বিষয়েই আলোচনা হয়েছে এইদিন। সেই সাথে তিনি আরও বলেছেন,”মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো জানিয়েছেন ভোটের আগে ৯৯% চেষ্টা করবেন ফুরফুরা শরীফে গিয়ে প্রার্থনা করে আসতে।”
প্রসঙ্গত উল্লেখ্য, ফুরফুরা শরীফের পীরজাদা হলেন আব্বাস সিদ্দিকী। তিনি ইতিমধ্যেই নিজের নতুন রাজনৈতিক দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট্র কথা ঘোষণা করেছেন। এমনকি ২১ এর বিধানসভা ভোটে নন্দীগ্রাম আসনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে নিজে দাঁড়াবেন বলে ঘোষণা করেছেন, সেখানে তার বিরুদ্ধে প্রার্থী দিতে পারে ISF। সূত্রের খবর, আব্বাস সিদ্দিকীকে নন্দীগ্রাম আসনটি ছেড়ে দিচ্ছে লাল শিবির।
The Call of Duty universe may be about to collide with Fallout in a way…
Sean Baker, acclaimed filmmaker behind The Florida Project and Red Rocket, has been officially appointed…
The highly anticipated sequel, The Super Mario Galaxy movie, is set to hit theaters on…
Samsung is once again pushing the boundaries of mobile innovation. A shocking new leak has…
The Stranger Things universe has delivered some of television’s most jaw-dropping twists, but fans may…
The drama at Maxton Hall is about to intensify. Fans of Prime Video’s hit series…