Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কালো রংয়ের গ্রাউন পড়ে উষ্ণতা বাড়ালেন বাঙালি কন্যা, নেট দুনিয়ায় তুমুল ঝড়

Updated :  Saturday, July 18, 2020 1:43 PM

অভিনেত্রী রিয়া সেনের পরিবার বেশ জনপ্রিয়। তার দিদা বিখ্যাত অভিনেত্রী সুচিত্রা সেন এবং তার মা টলিউড অভিনেত্রী মুনমুন সেন। এছাড়াও তার দিদি রাইমা সেন বেশ জনপ্রিয় টলিউডে। রিয়া সেনের স্টাইল দেখে অনেকেই প্রশংসিত হয়। তার ইনস্টাগ্রামে পোস্ট করার ছবি মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সম্প্রতি তিনি একটি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে তিনি একটি কালো রংয়ের গ্রাউন পড়ে দাঁড়িয়ে আছেন। তিনি ক্যাপশনে বলে দিয়েছেন তার অনুরাগীদের তিনি কখন লাইভে আসতে চলেছেন।

তার এই ছবিতে কিছু ঘন্টার মধ্যেই ২৫ হাজারের বেশি লাইক করেছে নেটিজেন। তার কমেন্টে প্রশংসার বন্যা বয়ে গেছে। অন্যান্য পোস্ট করা ছবির মতোই এই পোস্টও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এছাড়া তার কিছু কিছু মন্তব্যে বিতর্ক চলে।

প্রসঙ্গত তাকে বলিউড এবং টলিউডের বড়পর্দায় অনেকদিন দেখা যায়নি। তিনি তার দিদা কিংবা মা কিংবা দিদির মত বিরাজ করতে পারেননি বলিউড-টলিউডে। জুন মাসে মুক্তি পেয়েছে এমএক্স প্লেয়ার্সের ওয়েব সিরিজ ‘পতি, পত্নী ঔর উও’। যেখানে রিয়া অভিনয় করছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। তিনি সেখানে বেশ প্রশংসা পেয়েছেন।

 

View this post on Instagram

 

LIVE • 17 th July • 11:00 pm • Riya sen official app •

A post shared by Riya sen (@riyasendv) on