HERO BIKE: জুন মাসে ৫৫ হাজার টাকায় পাবেন Hero Passion, লঞ্চ হবে আরও ২টি বাইক
Hero Passion Plus বাইকে আপডেটেড নতুন OBD2 এবং E20 ফুয়েল কমপ্লায়েন্ট ইঞ্জিন পাবেন
ভারতে বাজেট মূল্যের বাইকের বাজার আজকাল ব্যাপক চাহিদায় রয়েছে। বেশ কয়েকটি কোম্পানি প্রায় কিছুদিন অন্তর অন্তর বাজেট মূল্যের ব্যাপক বাইক সামনে আনছে। তবে এই মার্কেটে একাধিকত্ব বিস্তার করে রেখেছিল হিরো কোম্পানির একটি বাইক। এই কোম্পানি চলতি মাসে ফের ৩ টি নতুন বাইক লঞ্চ করছে যা ব্যাপক পছন্দ হবে বাইকপ্রেমীদের। জুন মাসে মোটরসাইকেল নির্মাতা তাদের মোটরসাইকেল লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই প্রতিবেদনে জেনে নিন হিরো কোম্পানি কোন কোন বাইক লঞ্চ করতে চলেছে।
Hero Xtreme 200S 4V:
Hero MotoCorp কোম্পানির বর্তমান মডেলে ২০০cc রেঞ্জে, পুরানো ২-ভালভ ২০০cc ইঞ্জিন ব্যবহার করা হয়। এবারের জুন মাসে যেই বাইক লঞ্চ করবে তাতে এটি আপগ্রেড করা হবে। ১ মাস আগেই এই নতুন বাইকের স্পাই ইমেজ ইন্টারনেট দুনিয়াতে ছড়িয়ে গেছিল। আপডেট পাওয়ার পর এই বাইকের দাম ১.৩৫ লাখ টাকা হবে বলে মনে করা হচ্ছে।
Hero Xtreme 160R:
হিরো কোম্পানির ১৬০ সিসি রেঞ্জে ব্যাপক জনপ্রিয় বাইক এই Hero Xtreme 160R। এই বাইকটির দীর্ঘদিন কোনো আপডেটেড ভার্সন লঞ্চ হয়নি। তবে এবার জুন মাসে এই বাইকের নতুন ভার্সন লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর কিছু স্পাই ইমেজ ও ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে মনে করা হচ্ছে যে এতে সাসপেনশন হিসাবে ইউএসডি ফর্ক থাকবে। আর এছাড়া এতে ব্লুটুথ কানেকটিভিটি সহ ডিজিটাল মিটার দেখা যাবে। জুনের মাঝামাঝি এই বাইক লঞ্চ হতে পারে।
Hero Passion Plus:
জুন মাসে হিরো কোম্পানি ১০০ সিসি সেগমেন্টে লঞ্চ করতে পারে Hero Passion Plus। এই বাইক লঞ্চ হলে কোম্পানির HF delux ও Splendor এর সাথে চরম প্রতিযোগিতা হবে। আপনি এই বাইকে আপডেটেড নতুন OBD2 এবং E20 ফুয়েল কমপ্লায়েন্ট ইঞ্জিন পাবেন। এই বাইকের দাম হতে পারে মাত্র ৫৫,০০০-৭৫,০০০ টাকার মধ্যে।