নতুন চাকরি পেয়ে কিনতে চান বাজেট মূল্যের বাইক, রইল সেরা ৫ বাইকের তালিকা
বাইকগুলির দাম কমের পাশাপাশি এগুলি ভালো মাইলেজ দেয়
বর্তমান আধুনিকতার যুগে সবাই একটা বাইক কিনতে চায় যার মাইলেজ অত্যন্ত ভালো। কমদামের মধ্যে বেশি দূরত্ব যেতে পারে এমন বাইকের গুরুত্ব অনেকটা বেড়েছে। পেট্রোল এবং ডিজেল অনেক দামি হয়ে গেছে। সেই কারণে গ্রামের মানুষ বাইক কেনার আগে মাইলেজের তথ্য সংগ্রহ করতে পছন্দ করেন। আমরা আপনাকে এমন কিছু বাইক সম্পর্কে বলতে চলেছি যা আপনি খুব কম টাকার মধ্যে কিনতে পারেন। এই বাইকগুলির দাম কম এবং এগুলি বেশ ভালো মাইলেজ দেয়। এই বাইকের মেনটেনেন্স বেশ সস্তার।
১) Hero Splendor:
বাজেট মূল্যের বাইকের কথা বললেই প্রথমেই যেই বাইকের কথা সকলের মাথায় আসে তা হলো হিরো স্প্লেন্ডার। এতে যেমন ভালো মাইলেজ তেমনই মেইনটেনেন্স খরচও বেশ কম। ভারতে Hero Splendor Plus Xtec বিক্রি হয় মাত্র ৭৯,৮০৩ টাকায়। এই বাইকে ৯৭ সিসি ইঞ্জিন ও ৪ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন সিস্টেম আছে। বাইকটি ৬০ Kmpl মাইলেজ দেয়।
২) Honda SP 125:
বাজেট বাইকের মধ্যে বর্তমানে যে বাইকটি সবচেয়ে জনপ্রিয়তার শিখরে রয়েছে তা হল Honda SP 125। বাইকের শক্তিশালী ইঞ্জিন এবং সেই সাথে ধামাকাদার পারফরম্যান্স ব্যাপক পছন্দ করেন রাইডাররা। এই Honda SP 125 বাইকের দিল্লিতে দাম ৯৯ হাজার টাকা থেকে শুরু। এই বাইকের অনরোড মূল্য ১.০৪ লাখ টাকা।এতে ১২৪ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন আছে যা ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন এর সাথে আসে। কোম্পানি দাবি করে এই বাইক ৬৫ Kmpl মাইলেজ দেয়।
৩) Royal Enfield Classic:
নবপ্রজন্মের কাছে রয়েল এনফিল্ড মানেই একটা ইমোশন। এই বাইকের ডিজাইন, লুক অ্যান্ড ফিল, সবকিছুই অন্যান্য বাইকের থেকে একেবারে আলাদা। এই বাইকের ইউএসপি হল এর ক্লাসিক লুক। বাইকে ৩৪৯ সিসি ইঞ্জিন রয়েছে। সঙ্গে ৫ স্পিড গিয়ার। বাইকে ডিস্ক ব্রেকের সঙ্গে অতিরিক্ত সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমও পাওয়া যাবে। এই বাইকের দাম শুরু হয়েছে ১.৯৩ লাখ টাকা থেকে।
৪) Yamaha FZ:
নব প্রজন্মের আরেকটি পছন্দের ব্র্যান্ড হলো ইয়ামাহা। এই কোম্পানির বাইকগুলি অ্যাড্রিনালির রাস দেয় রাইডারদের। এই কোম্পানির বাজেট মূল্যের বাইক হল Yamaha FZ। এই বাইকে ১৪৯ সিসি ইঞ্জিন ও ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন সিস্টেম আছে। ডিস্ক ব্রেকের সঙ্গে অ্যান্টি লক ব্রেকিং অর্থাৎ ABS পাবেন আপনি। বাইকটির এক্স শোরুম মূল্য ১.২৯ লাখ টাকা।
৫) Suzuki Gixxer SF:
আপনি যদি বাজেট মুল্যের মধ্যে একটি স্পোর্টস বাইক কিনতে চান তাহলে আপনাকে অবশ্যই ভাবতে হবে Suzuki এর এই বাইকের কথা। ১৫৫ সিসির ইঞ্জিন ও ৫ স্পিড গিয়ারবক্স আছে এই বাইকে। এই বাইকটির টপ স্পিড ১২৫ কিমি প্রতি ঘণ্টা। এই বাইকের এক্স শোরুম মূল্য ১.৩৫ লাখ টাকা।