Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ট্রেনের টিকিট বুক করার সময় এই বিকল্পটি বেছে নিন , সব সময় পাবেন কনফার্ম টিকিট – INDIAN RAILWAYS

আজকের দিনে সবাই ট্রেনে একবার না একবার ভ্রমণ করেছেন। ট্রেন ভ্রমণ সবদিক থেকেই আপনার জন্য ভালো প্রমাণিত হয় কারণ ট্রেনে আপনি সহজেই কম খরচে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে…

Avatar

আজকের দিনে সবাই ট্রেনে একবার না একবার ভ্রমণ করেছেন। ট্রেন ভ্রমণ সবদিক থেকেই আপনার জন্য ভালো প্রমাণিত হয় কারণ ট্রেনে আপনি সহজেই কম খরচে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারেন। কিন্তু ট্রেনের সবথেকে বড় সমস্যাটা হলো টিকিট পাওয়া। টিকিট নিয়ে আগে এতটা সমস্যা না হলেও এখনকার দিনে ট্রেনের টিকিট সিস্টেম নিয়ে অনেকের অনেক সমস্যা হচ্ছে। অনেকেই এখন ট্রেনের নিশ্চিত টিকিট পাচ্ছেন না। কিন্তু আপনি যদি ট্রেনের টিকিট এখন ট্রেনের নিশ্চিত টিকিট চান তাহলে আপনার জন্য আইআরসিটিসি নিয়ে এসেছে একটা দারুণ উপায়। এই নতুন স্কিমের মাধ্যমে আপনি সহজেই নিশ্চিত টিকিট পেয়ে যাবেন আপনার যাত্রার জন্য। এটি আদতে একটি বিকল্প ট্রেন অপশনের স্কিম।

ভারতীয় রেলওয়ে দ্বারা চালু করা বিকল্প ট্রেন আবাসন স্কিমটি Vikalp স্কিম নামেও পরিচিত। এটি সমস্ত মেল/এক্সপ্রেস ট্রেনের কোচে কাজ করবে। আপনার যদি ওয়েটিং লিস্টের টিকিট থাকে তাহলেই আপনি এই অপশনটি ব্যবহার করতে পারবেন। টিকিট কাটার সময় যদি আপনি এই Vikalp ব্যবহার করেন তাহলে আপনি একসাথে একাধিক ট্রেনে টিকিট কাটার অপশন পাবেন। অবশ্য সবকটি ওয়েটিং লিস্টের টিকিট হবে। যদি এই সবকটি ট্রেনের মধ্যে কোন একটি টিকিট কনফার্ম হয়ে তাহলে আপনি সেই টিকিট পেয়ে যাবেন। আপনাকে একটি ওয়েটিং লিস্টের ভরসায় থেকে যেতে হবে না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রকল্পটি আসলে কি?

১. Vikalp স্কিমের অর্থ এই নয় যে আপনি ট্রেনে একটি নিশ্চিত আসন পাবেনই। আপনি কেবলমাত্র তখনই একটি নিশ্চিত আসন পাবেন যদি ট্রেনে একটি আসন বা বার্থ উপলব্ধ থাকে।

২. Viklap স্কিম সব ধরনের ট্রেনে প্রযোজ্য এবং এটি প্রতিটি শ্রেণীর যাত্রীদের জন্যও প্রযোজ্য। বুকিং কোটা এবং ছাড়ের পরে যাত্রীদের জন্য প্রযোজ্য।

৩. বিকাশ যোজনার অধীনে, যাত্রীরা সর্বাধিক ৭টি ট্রেনে এই বিকল্পটি বেছে নেওয়ার সুযোগ পাবেন।

৪. যাত্রীদের কাছ থেকে কোনো অতিরিক্ত ফি নেওয়া হবে না এবং কোনো টাকা ফেরত দেওয়া হবে না।

৫. PNR-এর সমস্ত যাত্রীকে একই বিভাগে বিকল্প ট্রেনে স্থানান্তর করা হয় না।

About Author