কলকাতা: জ্বালানির মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া, প্রতিবাদে সরব তৃণমূল-কংগ্রেস (TMC)। জানা গেছে, আগামী শনিবার (Saturday) ও রবিরার (Sunday) জেলায় জেলায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল করবে তৃণমূল। এদিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে এই কথা ঘোষণা করেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তৃণমূলের তরফে দাবী জানানো হয়েছে, অবিলম্বে পেট্রোল (Petrol), ডিজেল (Diesel), ও রান্নার গ্যাসের (LPG Gas) মুল্যবৃদ্ধি প্রত্যাহার করতে হবে।
শুক্রবার পার্থ চট্টোপাধ্যায় জানান, “শনিবার তাঁদের প্রতিবাদ মিছিল শুরু হবে দক্ষিণ কলকাতা থেকে। মিছিল হবে যাদাবপুর থানার সামনে থেকে। পরের দিন অর্থাৎ রবিবার বেহালায় মিছিল করবে তৃণমূল। বেহালা ঠাকুরপুকুর থ্রি-এ বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু হবে।” প্রসঙ্গত, দেশে গত ১১ দিন টানা আকাশ ছোঁয়া দাম বৃদ্ধি পেয়ে রেকর্ড গড়েছে পেট্রোল ও ডিজেল। পাশাপাশি রান্নার গ্যাসের দামও বৃদ্ধি পেয়েছে। এখন ৮০০ টাকায় গিয়ে দাঁড়িয়েছে রান্নার গ্যাসের দাম।
গতকাল পৈলানে সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই মূল্য বৃদ্ধির প্রতিবাদের কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো ছাড়া অন্য কোন কাজ করেনি মোদি সরকার। তারপরই এদিন সাংবাদিক বৈঠকে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেন দলের মুখ্যসচিব পার্থ চট্টোপাধ্যায়।