Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Tumpa Ghosh: ‘রাগে অনুরাগের’ অভিনেত্রীকে মনে আছে? এখন কোথায় এই অভইনেত্রী, দেখুন তাঁর সুন্দর ছবি

Updated :  Friday, September 16, 2022 10:39 AM

ছোটপর্দার অন্যতম পরিচিত মুখ টুম্পা ঘোষ। বেশ কয়েকবছর, সম্ভবত ৮ বছর আগে অভিনয় জগতে পা রেখেছেন টুম্পা। জি বাংলার ‘রাগে অনুরাগে’ ধারাবাহিকে জিতু কমলের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। ধারাবাহিকে তাদের সেই অসমবয়সী প্রেমের রসায়ন যে নজর কেড়েছিল দর্শকমহলের, তা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। তবে এখন কি করছেন টুম্পা? দর্শকদেরও কি মনে পড়ে পর্দার সেই কড়ি-কোমলকে?

Tumpa Ghosh: 'রাগে অনুরাগের' অভিনেত্রীকে মনে আছে? এখন কোথায় এই অভইনেত্রী, দেখুন তাঁর সুন্দর ছবি

‘রাগে অনুরাগে’ ধারাবাহিকে সফলতার সাথে অভিনয়ের পর একাধিক নামি ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা মিলেছিল তার। ‘রাগে অনুরাগে’এর পর ‘রাঙিয়ে দিয়ে যাও’, ‘অগ্নিজল’, ‘ত্রিশূল’এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা মিলেছিল টুম্পার। উল্লেখ্য, কালার্স বাংলার ‘ত্রিশূল’ এই শেষ বারের মতো দেখা গিয়েছিল তাকে। তবে এরপর থেকে ছোটপর্দায় আর দেখা মেলেনি তার।

Tumpa Ghosh: 'রাগে অনুরাগের' অভিনেত্রীকে মনে আছে? এখন কোথায় এই অভইনেত্রী, দেখুন তাঁর সুন্দর ছবি

২০১৪’তে জি বাংলার মহালয়ার অনুষ্ঠানেও মহিষাসুরমর্দিনী রূপে দেখা দিয়েছিলেন তিনি। এরপর ২০২১ সালেও কালার্স বাংলার মহালয়ার অনুষ্ঠানে দেবী চন্দ্রঘন্টা রূপে টেলিভিশনের পর্দায় আবির্ভূতা হয়েছিলেন টুম্পা। অভিনয়ের পাশাপাশি নাচেও পারদর্শী এই অভিনেত্রী, তা অবশ্য আলাদা ভাবে বলার অপেক্ষা রাখে না। তার প্রমাণ দর্শকরা বহুবার টেলিভিশনের পর্দাতেই পেয়েছেন। তবে আপাতত ছোটপর্দা থেকে দূরে সরে থাকলেও সোশ্যাল মিডিয়ার পাতায় আগের মতোই সক্রিয় রয়েছেন টুম্পা ঘোষ। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাথায় চোখ রাখলেই তার একাধিক ঝলক মিলবে। তবে তার ভক্তরা অভিনেত্রীকে আবারো পর্দায় দেখার অপেক্ষায় অধীর আগ্রহে দিন গুনছেন।