টেক বার্তা

CNG স্কুটার লঞ্চ করে বাজার কাঁপাবে TVS, টেক্কা দেবে Bajaj-এর বাইককে

বিশ্বের প্রথম সিএনজি বাইক হিসেবে বাজারে এসেছে Bajaj Freedom

Advertisement
Advertisement

সিএনজি বাইকের বাজারে ঝড় তুলে দিয়েছে বাজাজ অটো। তাদের ‘ফ্রিডম’ মডেলটি বিশ্বের প্রথম সিএনজি বাইক হিসেবে বাজারে এসেছে। এবার সেই বাজারে টিভিএস তাদের জুপিটার স্কুটারের সিএনজি ভার্সন নিয়ে আসছে। সূত্র মারফত জানা গেছে, টিভিএস অনেকদিন ধরেই বিকল্প জ্বালানি নিয়ে কাজ করছে। তারা ইতিমধ্যেই সিএনজি প্রযুক্তি তৈরি করে ফেলেছে। ধারণা করা হচ্ছে, ১২৫ সিসি ইঞ্জিনের সাথে আসবে এই স্কুটার।

Advertisement
Advertisement

TVS এর CNG স্কুটার লঞ্চের সময়

২০২৪ সালের শেষের দিকে অথবা ২০২৫ সালের শুরুতে বাজারে আসতে পারে টিভিএস জুপিটার সিএনজি। বর্তমানে প্রতি মাসে ১০০০ টি পেট্রল ভার্সনের জুপিটার বিক্রি করে টিভিএস। সিএনজি বিকল্পের মাধ্যমে গ্রাহকদের জন্য আরও পরিবেশবান্ধব জ্বালানির বিকল্প উপস্থাপন করতে চায় তারা। অন্যদিকে টিভিএস ইতিমধ্যেই দুটি ইলেকট্রিক স্কুটার বাজারে এনেছে। সম্প্রতি তারা আইকিউব ইলেকট্রিক স্কুটারের একটি নতুন সস্তা ভার্সনও লঞ্চ করেছে। এসব থেকেই বোঝা যায়, বিকল্প জ্বালানি নিয়ে টিভিএসের বড় পরিকল্পনা রয়েছে।

Advertisement

TVS CNG স্কুটারের সম্ভাব্য দাম

আপনাদের জানিয়ে রাখি, বাজাজের সিএনজি বাইক ফ্রিডম এর দাম মাত্র ৯৫ হাজার টাকা থেকে শুরু। টপ মডেলের দাম মাত্র ১.১০ লাখ টাকা। টিভিএস জুপিটার সিএনজি স্কুটারের দামও মধ্যবিত্তের সাধ্যের মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে। ২ কেজি সিএনজি সিলিন্ডার এবং ২ লিটার পেট্রল ক্যাপাসিটি সমৃদ্ধ এই বাইকটির মাইলেজ ৩৩০ কিলোমিটার। টিভিএস জুপিটার সিএনজি-তে কী ধরণের মেকানিজম থাকবে তা এখনও প্রকাশ করা হয়নি। তবে টিভিএস জুপিটার সিএনজি বাজারে এলে বাজাজ ফ্রিডমের সাথে তীব্র প্রতিযোগিতা শুরু হবে বলে মনে করা হচ্ছে।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button