বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ড এবং বিভিন্ন ধরনের সম্পর্কের বিতর্ক যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। মাঝেমাঝেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সম্পর্কের গুঞ্জন ট্রেন্ডিং হয়ে ওঠে। আবার কখনও কখনও ভাইরাল হয় বিভিন্ন তারকাদের ছবি। এছাড়া তারকাদের অভিনয় দক্ষতার পাশাপাশি প্রায় সোশাল মিডিয়াতে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে তাদের ব্যক্তিগত জীবন। এই বলিউড জগতের তারকা অভিনেতা হলেন অক্ষয় কুমার। অনেকে তাঁকে বলিউড খিলারির খেতাব দিয়েছেন। টুইঙ্কেল খান্নার সাথে সুখের সংসার করছেন তিনি। তবে বর্তমানে একটি বিতর্কের মুখে পরেছেন তিনি।
অক্ষয় কুমার নিজের ফিল্ম ক্যারিয়ারে অনেক হিট ফিল্ম করেছেন। তাই তো বলিউড কখনও এই অভিনেতার প্রতিদান ভুলবে না। এই অভিনেতা অনেক অভিনেত্রীর সাথে স্ক্রিন ভাগ করে নিয়েছিলেন। এর মধ্যেই এক অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি নিজেও বলিউডের প্রথম সারির অভিনেত্রী। একাধিক হিট বলিউড সিনেমায় কাজ করেছেন তিনি। তবে অক্ষয় কুমারের সাথে সম্প্রতি একটি সম্পর্কের জটলায় জড়িয়ে সোশ্যাল মিডিয়াতে চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছেন তিনি।
আসলে সম্প্রতি এমন একটি খবর সামনে এসেছে যা শুনে হতবাক গোটা নেটজনতা। জানা গিয়েছে, একটি হিন্দি সিনেমার শুটিংয়ের সময় অক্ষয় কুমারের সাথে রোমান্টিক দৃশ্যে অভিনয় করছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেইসময় নিজের মেজাজ হারিয়েছিলেন অক্ষয় কুমার। এমনকি অক্ষয় কুমার এবং টুইংকেল খান্নার কাছে অনেক কিছু শুনতে হয়েছিল অভিনেত্রীকে।
আসলে জনপ্রিয় হিন্দি সিনেমা এইট্রাজ এর শুটিংয়ের সময় এমন ঘটনা ঘটেছিল। পরে অবশ্য সেই অক্ষয় কুমারের প্রেমে পড়ে গিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। তবে শেষ পর্যন্ত এই খবর পৌঁছে যায় টুইংকেল খান্নার কাছেও। অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কেল খান্না যখন বিষয়টি জানতে পারেন। এমনকি শুটিং সেটে প্রিয়াংকাকে চড় মারতে গিয়েছিলেন টুইংকেল খান্না। কিন্তু সেদিন সেটে ছিলেন না প্রিয়াঙ্কা। পরে অক্ষয় কুমার আর ২০০৫ সালের পর থেকে প্রিয়াঙ্কা চোপড়ার সাথে কোনো সিনেমায় কাজ করেননি।














Amanda Seyfried Describes Socialism as ‘A Gorgeous Idea’ While Discussing New Film