জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টুইটারের সিইও জ্যাক ডার্সি সম্প্রতি টুইট করে জানিয়েছেন, আগামী ২২ নভেম্বর থেকে টুইটারে সমস্ত রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হবে। এর পিছনে কারণ হিসেবে টুইটার সিইও বলেছেন, ইন্টারনেট কমার্শিয়াল বিজ্ঞাপনের জায়গা, সেখানে রাজনৈতিক বিজ্ঞাপন কমার্শিয়াল বিজ্ঞাপনের জায়গা নষ্ট করছে। তাই টুইটার থেকে সমস্ত রকমের রাজনৈতিক বিজ্ঞাপন তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত ২০১৬ সালের আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের খবরের পর থেকে সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক বিজ্ঞাপন একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। টুইটার সিইও এর মতে এরকম সমস্যা গুলো শুধু রাজনীতি নয় ইন্টারনেট কমিউনিকেশন ব্যবস্থাকেও প্রভাবিত করে। টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ নভেম্বরের মধ্যে এই বিষয়ে অফিশিয়ালি জানিয়ে দেওয়া হবে, এবং ২২ নভেম্বর থেকে এটি পুরোপুরি ভাবে চালু হয়ে যাবে।