ধরে-বেঁধে আউট হলেন মায়ানক আগারওয়াল, ‘নো’ বলে হতাশাজনক আউট দেখল ক্রিকেট বিশ্ব

শ্রীলংকার বিরুদ্ধে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ গতকাল থেকে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম শুরু হয়েছে। পিঙ্ক বলের টেস্ট ম্যাচে বিস্ময়কর ভাবে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন ভারতের ওপেনিং ব্যাটসম্যান মায়ানক আগারওয়াল। নো বলে যেন বিরোধীদের হাতে নিজের উইকেট তুলে দিলেন ভারতীয় ওপেনার। শ্রীলংকার বিরুদ্ধে দিবা-রাত্রির টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। যথারীতি রোহিত শর্মার সাথে এদিনও ওপেনিং করতে নেমেছিলেন মায়ানক আগারওয়াল। তবে হাস্যকরভাবে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন মায়ানক।

এদিন ব্যাট করতে নেমে ভারত ২৯ রানেই হারিয়ে ফেলে দুই ওপেনারকে। ময়াঙ্ক আগরওয়াল ব্যক্তিগত (৪) ও রোহিত শর্মা ব্যক্তিগত(১৫) রান করে প্যাভিলিয়নে ফিরে যান। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এক উদ্ভট রান আউট-এর সাক্ষী থাকলেন হাজারো ক্রিকেটপ্রেমীরা। ভারতের ইনিংসের দ্বিতীয় ওভারে শ্রীলঙ্কার বাঁ-হাতি পেসার ফার্নান্ডো বল করতে এসেছিলেন। ফার্নান্ডোর ওভারের তৃতীয় বল ময়াঙ্কের প্যাডে লাগতেই শ্রীলঙ্কার ক্রিকেটাররা এলবিডব্লিউয়ের জন্য জোরাল আবেদন জানান। তবে অনফিল্ড আম্পায়ার অনিল চৌধুরি (Anil Chaudhary) জানিয়ে দেন যে মায়ানক আগারওয়াল নটআউট।

তবে ময়াঙ্ক দেখেন যে, এই হই-হট্টগোলের মধ্যে বল পৌঁছে গিয়েছে কভার জোনে। তিনি সিঙ্গল চুরি করে নেওয়ার জন্য দৌড় শুরু করেন। নন-স্ট্রাইকে দাঁড়িয়ে থাকা অধিনায়ক রোহিত শর্মা অনেকবার নিষেধ করেন মায়ানক আগারওয়ালকে। তাকে ক্রিজে ফিরে যাওয়ার জন্য একাধিকবার ইশারা দেন রোহিত শর্মা। তবে ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায় মায়ানক আগারওয়ালের জন্য। ততক্ষণে শ্রীলঙ্কার ফিল্ডার প্রবীণ জয়াউইক্রমা দ্রুত বল ছুড়ে দেন উইকেটকিপার নিরোশন ডিকওয়ালাকে। ডিকওয়ালা বল ধরে থাকেন কিছুক্ষণ। তারপর রিভিউ নেওয়ার জন্য ‘টি-সিগন্যাল’ দেখান। তারপর তিনি ময়াঙ্ককে রান আউট করে দেন।

অনফিল্ড আম্পায়ার অনিল চৌধুরী তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হলে দেখা যায়, অনিল চৌধুরী নিজের স্থানে ঠিক ছিলেন। আসলে ফার্নান্ডো যে বলটি করেছিলেন সেটি আসলে নো বল ছিল। আর সেই কারণে মায়ানক আগারওয়াল এলবিডব্লিউ হননি। তবে দুর্ভাগ্যবশত মাত্র ৪ রান করে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে।