Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

হাতের আঙুল না থাকলে কি করে তৈরি করবেন আধার কার্ড? জানুন UIDAI এর নিয়ম

Updated :  Friday, November 10, 2023 5:41 PM

ভারতে আপনার পরিচয় প্রমাণ করার জন্য আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। সরকারী বা বেসরকারী যে কাজই হোক না কেন, সব জায়গাতেই যেকোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য দরকার এই আধার কার্ড। ভারতের যেকোনো বাসিন্দাকে সনাক্ত করতে UIDAI দ্বারা আধার কার্ড জারি করা হয়। বায়োমেট্রিক সহ এই আধার কার্ড আজকাল প্রত্যেক নাগরিকের পরিচয়পত্র। কিন্তু আপনি কি ভেবে দেখেছেন যে যার আঙুল নেই তার আধার কার্ড কীভাবে তৈরি করবেন?

আপনাকে অবশ্যই অবগত থাকতে হবে যে আধার কার্ড তৈরির একটি সম্পূর্ণ প্রক্রিয়া রয়েছে যাতে চোখের রেটিনা এবং হাতের আঙ্গুলেরও প্রয়োজন হয়। আধার কার্ড তৈরি করতে বায়োমেট্রিক মেশিনের মাধ্যমে এই পরিচয় নিশ্চিত করা হয়। কিন্তু যদি একজন ব্যক্তির হাত বা আঙ্গুল না থাকে তবে এটি একটি বায়োমেট্রিক ব্যতিক্রম হিসাবে বিবেচিত হয়। এমন পরিস্থিতিতে ব্যক্তিকে আধার সেবা কেন্দ্রে গিয়ে আধার কার্ডের জন্য আবেদন করতে হবে।

বায়োমেট্রিক ব্যতিক্রমের জন্য, অফিসারকে ব্যতিক্রমটিতে ক্লিক করতে হবে এবং সেই অংশের একটি ছবি আপলোড করতে হবে যা ব্যক্তির অংশ নয়।অফিসারের তোলা ছবি আপলোড হয়ে UIDAI ওয়েবসাইটে গেলে সেটি প্রতিবন্ধী ব্যক্তির আধার কার্ড হয়ে যায়। তাই সরকার ওইসব মানুষের জন্য বিশেষ ব্যবস্থা করেছে।