বর্তমানে আইপিএলের উন্মাদনায় ভাসছে ভারত সহ গোটা বিশ্ব। ভারতীয় প্রিমিয়ার লিগের ১৬ তম আসরের মেগা আসর বর্তমানে জমে উঠেছে। প্রত্যেকটি দল সুপার ফোরে প্রবেশ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় প্রিমিয়ার লিগ হল পৃথিবীর সেরা টিটোয়েন্টি লিগ যেখানে বিশ্বের সবচেয়ে বেশি তারকা ক্রিকেটার অংশগ্রহণ করেন। ফলে আইপিএল চলাকালীন প্রত্যেক ক্রিকেট ভক্তের চোখ থাকে এই মেগা আসরের দিকে।
তবে আইপিএলের মেগা আসরের মধ্যে এমন একটি ঘটনা ঘটলো যে, আইপিএল ছেড়ে ওই ঘটনাটি নিয়ে চর্চায় মেতে উঠেছেন ক্রিকেটপ্রেমীরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েক সেকেন্ডের একটি ভিডিও দেখে হতভাগ হয়েছেন সকলেই। FanCode নামের একটি টুইটার একাউন্ট থেকে ক্রিকেট খেলার সংক্ষিপ্ত দৃশ্য শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দাবী করা হয়েছে, ওই ভিডিওটি KCC Friendly Mobile T20 চ্যাম্পিয়ন্স ট্রফি-2023-এর।
Getting 46 runs in an over is not possible right? Right? Wrong! Watch this absolute bonkers over now.
.
.#KCCT20 pic.twitter.com/PFRRivh0Ae— FanCode (@FanCode) May 3, 2023
তবে ভিডিওটি এতো জনপ্রিয়তা অর্জন করার পেছনে রয়েছে অবিশ্বাস্য কারণ। ভিডিওতে দেখা যাচ্ছে, হারমান নামের এক বোলারের ওভারে সর্বমোট ৪৬ রান সংগ্রহ করেছে বিরোধী দলের ব্যাটসম্যানরা। হারমান প্রথম ২ বলে ১১ রান করার পর পরের ৫ বলে ব্যাক টু ব্যাক ছক্কা মারেন ব্যাটসম্যান। ওভারের শেষ বলকে আবার ‘নো’ বল ঘোষণা করেন আম্পায়ার। ওভারের শেষ বলে অর্থাৎ ফ্রি-হিটে একটি চার মারেন ব্যাটসম্যান। এতে করে ওই ওভারে মোট ৪৬ রান সংগ্রহ করেন ব্যাটসম্যানরা। এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, এটাই এখনো পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এক ওভারে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড।