খেলাক্রিকেট

শ্রীলংকার বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রত্যাবর্তন করতে চলেছেন ভারতীয় এই বিধ্বংসী ক্রিকেট

Advertisement

এমনিতে টি-টোয়েন্টি সিরিজে বেহাল অবস্থায় পরাজিত হয়েছে লঙ্কান বাহিনী। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জুনিয়র দল নিয়ে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াল করেছে শ্রীলঙ্কাকে। আগামীকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে ভারত। রোহিত শর্মার নেতৃত্বে মোহালি স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলবে কোহলিরা। আগামীকাল আন্তর্জাতিক ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলবেন বিরাট কোহলি। ৫০% স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ আয়োজন করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি সিরিজে এমনিতেই শ্রীলংকার অবস্থা বেহাল, তার ওপর টেস্ট সিরিজে আরেক বিধ্বংসী ক্রিকেটার যোগ দিতে চলেছেন ভারতীয় শিবিরে।

টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় শিবিরে যোগ দিতে চলেছেন ভারতের সেরা অফস্পিনার রবীচন্দ্রন অশ্বিন। শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও কতটা বিধ্বংসী হয়ে উঠতে পারেন রবীচন্দ্রন অশ্বিন সে কথা কারোর অজানা নয়। টেস্ট ক্রিকেটে একাধিক শতরানের ইনিংস রয়েছে রবীচন্দ্রন অশ্বিনের। তাছাড়া ২০২০-২১ মরশুম স্বপ্নের ফর্মে ছিলেন রবীচন্দ্রন অশ্বিন। আইসিসি টেস্ট বোলিং তালিকায় বর্তমানে তার অবস্থান দ্বিতীয় স্থানে। নিজের বলের জাদুতে বিরোধী টিমকে ধুলিস্যাৎ করতে তার জুড়ি মেলা ভার।

শ্রীলংকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরে পঞ্জাব ক্রিকেট  অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শ্রীলংকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ। যদিও সেই নিয়মে কিছুটা শীতলতা এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দর্শকের কলরবে শ্রীলংকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলবে ভারত। তাছাড়া পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে শততম টেস্ট ম্যাচ খেলার গৌরব অর্জন করবেন বিরাট কোহলি।

Related Articles

Back to top button