Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

চলুন দেখে নিই, আলিয়ার ঝুলিতে বর্তমানে কী কী মুভি রয়েছে

Updated :  Friday, November 15, 2019 9:37 AM

কৌশিক পোল্ল্যে: ২০১২ এ বলিউডে পথ চলা শুরু। এরপর একের পর এক হিট সিনেমা দিয়ে সকলের মনজয় করেছেন। তার অভিনয় মুগ্ধ করেছে সাধারন দর্শকদের, এবং প্রংশসাও করেছেন সমালোচকরা। বর্তমানে বলিউডের প্রথম সারির একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী আলিয়া ভাট। ২০১৯ সালেই ‘রাজি’ মুভিটির জন্য ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর সম্মান পাওয়ার পর বলি মহলে নায়িকা হিসেবে তার গুরুত্ব আরও খানিকটা বেড়েছে একথা বলাই যায়। তবে এখানেই থেমে নেই আলিয়া, হাতে রয়েছে প্রচুর কাজ।শোনা যাচ্ছে আগামী বছরগুলিতে ভনশালী-আলিয়া জুটির বেশ কয়েকটি মুভি আসতে চলেছে।

১) সঞ্জয় লীলা ভনশালীর মুভি ‘ইনসাহআল্লা’ এর প্রধান চরিত্র থেকে সলমান খান সরে আসার পর ছবির কাজ বর্তমানে স্থগিত রয়েছে, তবে ছবির জন্য নায়িকা হিসেবে ভনশালীর প্রথম পছন্দই ছিল আলিয়া।

২) এদিকে ভনশালী আরও একটি সিনেমার কাজে হাত লাগিয়েছেন যার নাম “গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়া” এই ছবিতে মূল চরিত্র গঙ্গুবাঈের ভূমিকায় দেখা যাবে আলিয়াকে।

৩) এরই মধ্যে ভনশালী আরও একটি ছবির ঘোষনা ইতিমধ্যেই সেরে ফেলেছেন। ঐতিহাসিক মোঘল প্রেক্ষাপটে তৈরি হবে এই সিনেমা যার নাম “বাঈজু বাওরা”। রোমান্টিক, ড্রামা ও থ্রিলার থিমের মিশ্রনে তৈরি হবে এই ছবিটি। শোনা যাচ্ছে এই ছবিতেও একটি মূল চরিত্রে দেখা যেতে পারে আলিয়াকে, যদিও ছবির স্টারকাস্ট এখনও হয়নি।

৪) এছাড়াও ‘বাহুবলী’ খ্যাত পরিচালক এস এস রাজমৌলির একটি ছবি ‘আর আর আর’ এ দেখা যাবে আলিয়াকে।

৫) বাবা মহেশ ভাট পরিচালিত ‘সড়ক’ ছবিটির সিক্যুয়েল ‘সড়ক ২’ আসতে চলেছে। ছবিতে রয়েছে আদিত্য রায় কাপুর, আলিয়া ভাট ও তার দিদি পুজা ভাট, এই ছবিটিরও নির্দেশনা করবেন মহেশ ভাট।

৬) করন জহরের আরও একটি মেলোডি ড্রামা ও হিউজ স্টারকাস্টেড মুভি আসতে চলেছে যার নাম ‘তখ্ত’। ছবিতে একটি মূল চরিত্রে অভিনয় করবেন আলিয়া।

৭) এই প্রথমবার বয়ফ্রেন্ড রনবীর কাপুরের সঙ্গে অনস্ক্রিন রসায়ন তুলে ধরবেন আলিয়া। অয়ন মুখার্জীর পরিচালনায় ‘ব্রহ্মাস্ত্র’ ছবির কাজ চলছে জোরকদমে। দুই লাভ-বার্ডসকে একসঙ্গে দেখার জন্য উৎসুক বলিউডপ্রেমী মানুষজন।