আসন্ন উৎসবের মরশুমে চারচাকার বাজারে ফের গতি আসতে চলেছে। বড় বড় গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি নতুন মডেল ও ফেসলিফ্টেড সংস্করণ নিয়ে হাজির হতে চলেছে ক্রেতাদের সামনে। মারুতি, হুন্ডাই, মাহিন্দ্রা ও টাটা—সব সংস্থাই এই মরশুমে বিক্রির লক্ষ্যে নতুন গাড়ি বাজারে আনার পরিকল্পনা করেছে। ফলে SUV প্রেমীদের কাছে অপেক্ষার পালা আরও রোমাঞ্চকর হতে চলেছে।
মারুতি সুজুকি ভিক্টোরিস
মারুতি সুজুকির নতুন SUV ভিক্টোরিস ইতিমধ্যেই আলোচনায় এসেছে। এটি ব্র্যান্ডের অন্যতম বৈশিষ্ট্যপূর্ণ গাড়ি হিসেবে ধরা হচ্ছে। পাঁচ আসনের এই SUV আরিনা ডিলারশিপ থেকে বিক্রি হবে এবং থাকছে দুটি ইঞ্জিন অপশন—হালকা হাইব্রিড ও শক্তিশালী হাইব্রিড পেট্রোল। দাম ১০ থেকে ১৮ লক্ষ টাকার মধ্যে (এক্স-শোরুম) নির্ধারিত হতে পারে। গাড়িটিতে থাকছে বড় টাচস্ক্রিন, সম্পূর্ণ ডিজিটাল ক্লাস্টার, ছয়টি এয়ারব্যাগ, প্যানোরামিক সানরুফ, বায়ুচলাচলযুক্ত ফ্রন্ট সিট, ইলেকট্রিক ড্রাইভার সিটসহ একাধিক প্রিমিয়াম ফিচার। প্রতিযোগিতার ময়দানে এটি টক্কর দেবে হুন্ডাই ক্রেটা, কিয়া সেলটোস, টয়োটা হাইরাইডার, স্কোডা কুশাক, হোন্ডা এলিভেট প্রভৃতির সঙ্গে।
হুন্ডাই ভেন্যু (তৃতীয় প্রজন্ম)
জনপ্রিয় কমপ্যাক্ট SUV হুন্ডাই ভেন্যু শীঘ্রই আসছে তৃতীয় প্রজন্মের আপডেটেড সংস্করণ নিয়ে। সম্প্রতি পরীক্ষার সময় সেটি নজরে এসেছে। বাইরের নকশায় বড়সড় পরিবর্তন আনার পাশাপাশি যুক্ত হচ্ছে একাধিক নতুন ফিচার। আশা করা হচ্ছে, এতে থাকছে প্যানোরামিক সানরুফ, লেভেল 2 ADAS, এবং আরও অনেক প্রিমিয়াম ফিচার। ইঞ্জিনের তালিকায় থাকবে 1.2-লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল, 1.0-লিটার টার্বো পেট্রোল এবং 1.5-লিটার টার্বো ডিজেলের বিকল্প।
মাহিন্দ্রা থার ৩-ডোর ফেসলিফ্ট
অফ-রোডিং প্রেমীদের কাছে আলাদা জায়গা তৈরি করেছে মাহিন্দ্রা থার। এবার সেই মডেলই আসছে নতুন ফেসলিফ্ট নিয়ে। ডিজাইনে অনুপ্রেরণা নেওয়া হয়েছে জনপ্রিয় থার রকস থেকে। যদিও ল্যাডার-ফ্রেম কনস্ট্রাকশন অপরিবর্তিত থাকবে। ইঞ্জিন অপশন হিসেবেই থাকছে 1.5-লিটার ডিজেল, 2.0-লিটার পেট্রোল ও 2.2-লিটার ডিজেল।
টাটা পাঞ্চ ফেসলিফ্ট
২০২১ সালে লঞ্চ হওয়ার পর থেকে টাটার জনপ্রিয় পাঞ্চ SUV বড় কোনও পরিবর্তন পায়নি। তবে এবারে সেটির ডিজাইনে পরিবর্তন আসছে পাঞ্চ EV থেকে অনুপ্রাণিত হয়ে। বাইরের অংশ ছাড়াও কেবিনেও থাকছে বেশ কিছু আপডেট ও নতুন ফিচার। ফলে মাইক্রো SUV সেগমেন্টে প্রতিযোগিতা আরও তীব্র হবে বলে মনে করা হচ্ছে।
উৎসবের বাজারে প্রতিযোগিতা
এই চারটি গাড়িই উৎসবের মরশুমে লঞ্চের জন্য প্রস্তুত হচ্ছে। ভারতীয় ক্রেতাদের কাছে SUV সেগমেন্টের চাহিদা দিন দিন বাড়ছে। ফলে প্রতিটি সংস্থা বিক্রির সংখ্যা বাড়াতে চাইছে এবং বাজারে নিজেদের অবস্থান আরও মজবুত করতে চাইছে।














