পাঁচ দশকের গণ্ডি পেরিয়েও এখনও উর্মিলা মাতন্ডকর ভক্তদের চোখে রূপালি পর্দার সেই একই ‘রঙ্গিলা গার্ল’। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা তাঁর নতুন নাচের ভিডিও ঘিরে নেটিজেনদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে। ৫১ বছর বয়সী এই অভিনেত্রীকে দেখে অনেকেই লিখেছেন, “তাঁর এনার্জির সামনে তরুণ অভিনেত্রীদেরও হার মানতে হয়।”
উর্মিলার আবেগঘন পোস্ট
ভিডিও শেয়ার করার সময় উর্মিলা লিখেছেন, “এটি আমার কাছে কখনও শুধুমাত্র সিনেমা ছিল না। বরং জীবন, আশা, স্বপ্ন, সৌন্দর্য, ভালোবাসা আর আকাঙ্ক্ষার এক উদযাপন। প্রতিটি দৃশ্য আমার মুখে আজও শিশুর মতো হাসি এনে দেয়।” তিনি আরও যোগ করেন, “রঙ্গিলা আজও এত শক্তিশালী যে আমাকে আর দর্শকদের সেই সুন্দর মুহূর্তগুলিতে ফিরিয়ে নিয়ে যায়। হো জা রঙ্গিলা রে।”
হাই হিল পরে দুর্দান্ত নাচ
ভিডিওতে দেখা গিয়েছে, ছোট পোশাক ও হাই হিল পরে বারান্দায় নাচছেন উর্মিলা। খোলা চুলে, উচ্ছ্বসিত ভঙ্গিমায় তিনি যেভাবে ‘রঙ্গিলা’ ছবির গানকে জীবন্ত করে তুলেছেন, তাতে মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকরা। অভিনেত্রী দিয়া মির্জা ভিডিওটির নিচে মন্তব্য করেছেন, “আমি তখন তাঁকে ভালোবাসতাম, এখন আরও বেশি ভালোবাসি।”
View this post on Instagram
‘রঙ্গিলা’-র ৩০ বছর পূর্তি
১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল রাম গোপাল ভার্মা পরিচালিত ‘রঙ্গিলা’। মুখ্য ভূমিকায় ছিলেন আমির খান ও উর্মিলা মাতন্ডকর। ছবিতে উর্মিলার চরিত্র ছিল ‘মিলি’, এক উচ্চাকাঙ্ক্ষী তরুণী, যিনি অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন। মুক্তির পর ছবিটি ব্লকবাস্টার হয় এবং উর্মিলা রাতারাতি ‘রঙ্গিলা গার্ল’ নামে জনপ্রিয়তা পান। ৩০ বছর পরেও সেই ছবির গান ও স্টাইল ভক্তদের কাছে সমান প্রাসঙ্গিক।
ভক্তদের উচ্ছ্বাস
উর্মিলার নতুন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভক্তরা মন্তব্যে ভরিয়ে দেন। কেউ লিখেছেন, “এখনও তিনি সেই পুরনো দিনের মতোই উজ্জ্বল।” আবার কেউ বলেছেন, “উর্মিলা দেখিয়েছেন, বয়স শুধু সংখ্যা মাত্র।”
View this post on Instagram














