কৌশিক পোল্ল্যে: বোল্ড ও সেক্সিনেসের আদর্শ উদাহরন ভারতীয় সুন্দরী উর্বশী রাউত্তেলা। নিজের হট অ্যান্ড বিউটিফুল লুকে ঘায়েল করেছেন অগনিত ভক্তদের। 2015 সালের ‘মিস ডিভা’ জয়ী এই অভিনেত্রী আবারো নগ্ন ফটোশ্যুট করালেন।
আন্তর্জাতিক মঞ্চে নিজেকে উপস্থাপন করার পর নিজের স্টাইল কনসেপ্ট বেশ সচেতন হয়েছেন তিনি। বরাবরই নতুন কিছু তুলে ধরে ফ্যানসদের চমকে দেন প্রতিবারই।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : ‘হট অ্যান্ড বোল্ড’ লুকে মধুমিতা, দেখুন ভিডিও
লস ভেগাসের মঞ্চে বিকিনি পরে আত্মবিশ্বাসের সঙ্গে হাজার হাজার দর্শকদের সামনে ক্যাটওয়াক করতেও পিছপা হননি তিনি। বোল্ড ফটোশ্যুটেও তার জুরি মেলা ভার।
এবার নগ্নপ্রায় পোশাকেই ফটোশ্যুট করলেন উর্বশী। এক ভিডিয়োতে খুবই স্বল্প পোশাকে, হট চাহনীতে ফটোশ্যুটে ধরা দিলেন তিনি। ভিডিওটি নিজের ইনস্টাগ্রামে পোস্টও করলেন তিনি। উষ্ণতায় ভরা সেই ভিডিওটি নীচে রইল আপনার জন্য।