কৌশিক পোল্ল্যে: সুন্দরী হিসেবে এনার খ্যাতি সারাবিশ্বে। ভারতবর্ষের একমাত্র সেই মহিলা উর্বশী রাউত্তেলা যার নামের পাশে সবচেয়ে বেশি সুন্দরী প্রতিযোগিতার খেতাব রয়েছে।
এর পাশাপাশি বলিউড ইন্ডাস্ট্রিতেও এনার পাল্লা বেশ ভারি। একের পর এক প্রজেক্টে কাজ করে চলেছেন অনায়াসে। এনার অভিনয়ে ভক্তরা মন্ত্রমুগ্ধ আর প্রতিটি আইটেম ড্যান্সে তার আগুন জ্বালানো পারফর্মেন্স সত্যিই মনজয় করে নেয়।
আরও পড়ুন : হট পোশাকে ঝুমা বৌদি, হইচই নেট দুনিয়ায়
সোশালে এই অভিনেত্রীর অনুরাগীর সংখ্যা 22 মিলিয়নের বেশি, যা বেশ কয়েকটি দেশের সর্বমোট জনসংখ্যার চেয়েও বেশি। এত জনপ্রিয়তার কারন হল সোশালে তার সুন্দর থেকে সুন্দরতম ছবির পোস্ট তাক লেগে যায় দর্শকদের মধ্যে। মিস ডিভা সহ বহু খেতাবজয়ী এই রূপসীর রূপের জেল্লা সত্যিই অভূতপূর্ব।
সদ্য পোস্ট করা একটি ছবিতে সাদা কোর্ট ও শর্ট স্কাটের লুকে ধরা দিলেন তিনি। ছবিটি দেখলে উর্বশীর রূপে মুগ্ধ হতে আপনি বাধ্য, দেখুন সেই ছবির একটি ঝলক।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside