Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Rishabh-Urvashi: পন্থকে ছেড়ে প্যারিশ চলে গেলেন ঊর্বশী, এখন কে দেখবে ঋষভকে? ট্রোল নেট প্রেমীদের

Updated :  Wednesday, January 11, 2023 10:48 AM

ভারতীয় দল বর্তমানে শ্রীলংকার বিরুদ্ধে ওডিআই সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। ২-১ ব্যবধানের টি-টোয়েন্টি সিরিজ জেতার পর ভারতীয় দল বর্তমানে ওডিআই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। এদিকে, মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে হসপিটালে ভর্তি রয়েছেন ভারতের তারকা উইকেট রক্ষক ঋষভ পন্থ। দিল্লি-দেরাদুন হাইওয়েতে ঋষভ পন্থের গাড়ি পুড়ে ছাঁই হয়ে যায়। গাড়ির কাঁচ ভেঙে কোনরকমে বাইরে বেরিয়ে আসেন ঋষভ পন্থ।
Rishabh-Urvashi: পন্থকে ছেড়ে প্যারিশ চলে গেলেন ঊর্বশী, এখন কে দেখবে ঋষভকে? ট্রোল নেট প্রেমীদের

এরপর স্থানীয় এক হাসপাতালে তাকে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে দিল্লির এক বেসরকারি হসপিটালে স্থানান্তরিত করা হয় তাকে। সেখান থেকে জানানো হয়, ঋষভ পন্থের কপালে গভীর চোট লেগেছে। পাশাপাশি হাঁটুর লিগামেন্ট ছিড়ে গেছে তার। যদিও বেশ কয়েকদিন আগে হাটুর লিগামেন্টের সফল অস্ত্র প্রচার হয়েছে ঋষভ পন্থের। তবে সম্প্রতি পন্থ সংবাদ মাধ্যমের আলোচনায় রয়েছেন এই কারণে যে, বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা তাকে ছেড়ে বিদেশে সময় কাটাতে বিমানে উঠেছেন।

আসলে বিগত বেশ কয়েক বছর ধরে নেট পাড়ায় ভারতীয় উইকেট রক্ষক ঋষভ পন্থ এবং ঊর্বশী রাওতোলার প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে। ঋষভ পন্থের দুর্ঘটনার পর তার সুস্থতার জন্য প্রার্থনা করেছিলেন উর্বশী। এমনকি নিজের ইনস্টাগ্রামে নাম না করে তেমন ইঙ্গিত দিয়েছেন তিনি। দুজনের কেউই তাদের সম্পর্কের মনত না দিলেও নেট প্রেমীরা মনে করেন, কোন না কোনভাবে যুক্ত রয়েছেন ঋষভ-ঊর্বশী।

তবে ব্যক্তিগত কাজের বাইরেও ঊর্বশী পরিবারের সাথে সময় কাটাতে ভালোবাসেন। আর সেই জন্য গতকাল পরিবারের সাথে প্যারিস যাত্রা করেছেন তিনি। তার বিমানে ওঠার পর সোশ্যাল মিডিয়ায় ঋষভ পন্থের উদ্দেশ্য ট্রোলের বন্যা বইয়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। তারা বলছেন, ঊর্বশী রাউতেলা ঋষভকে ছেড়ে বিদেশ চলে গেছেন। এবার তার খোঁজ রাখবে কে? সোশ্যাল মিডিয়ায় এমন ট্রোল দেখতে না দেখতে ভাইরাল হয়ে পড়েছে।