বারাণসীঃ এবার ভারতীয় বায়ুসেনার অন্যতম হাতিয়ার রাফাল বিমান নিয়ন্ত্রণ করবেন একজন মহিলা পাইলট। বারাণসীর ফ্লাইট লেফটেনেন্ট শিবাঙ্গী সিংকে এবার রাফাল বিমান ওড়ানোর দায়িত্ব দিয়েছে বায়ুসেনা। ইতিমধ্যেই রাজস্থান থেকে আম্বালায় এসে পৌঁছেছেন শিবাঙ্গী।
স্কুল শেষ করে প্রথমে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে যোগ দেন শিবাঙ্গী সিং। এরপর তিনি ন্যাশানাল ক্যাডেট কর্পের সাত নং ইউপি স্কোয়াড্রনে নাম লেখান। ২০১৬ সালে প্রথম এয়ারফোর্স অ্যাকাডেমিতে তাঁর যাত্রা শুরু হয়। এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সাফল্য তাকে এগিয়ে নিয়ে গেছে তার লক্ষ্যে।
২০১৭ সালে ভারতীয় বায়ুসেনায় যোগ দেওয়ার পর তিনিই দ্বিতীয় ব্যাচের একজন যিনি মহিলাদের মধ্যে যুদ্ধ বিমানের জন্য নির্বাচিত হয়েছেন। এবার তার দায়িত্ব আরো বাড়তে চলেছে কারণ সবচেয়ে পুরনো মডেলের বিমান মিগ ছেড়ে এবার তিনি রাফাল চালানোর দায়িত্ব নেবেন। ইতিমধ্যেই রাফালকে ঘিরে রাখতে এয়ারফোর্স মিডিয়াম রেঞ্জ মডিউলার এয়ার টু গ্রাউন্ট উইপন সিস্টেম তৈরি করেছে। এবার সেই রাফাল যুদ্ধবিমান চালাবেন ফ্লাইট লেফটেনেন্ট শিবাঙ্গী সিং।














David Beckham’s Former Assistant Reacts to Brooklyn Beckham’s Bombshell Statement