Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফ্রিতে ৭৫ টাকার প্ল্যান অফার করছে VI, জানুন কী কী সবিধা পাবেন

লকডাউনে কাজ হারিয়ে বেকার হয়েছেন প্রচুর মানুষ। এদিকে মোবাইল ফোন আর ইন্টারনেট আমাদের জীবনে অঙ্গাঙ্গীভাবে যুক্ত হয়ে গিয়েছে। অথচ বিভিন্ন টেলিকম সংস্থার হাইফাই বাজেটের রিচার্জপ্ল্যান সকলের পক্ষে কেনা সম্ভব হচ্ছে…

Avatar

By

লকডাউনে কাজ হারিয়ে বেকার হয়েছেন প্রচুর মানুষ। এদিকে মোবাইল ফোন আর ইন্টারনেট আমাদের জীবনে অঙ্গাঙ্গীভাবে যুক্ত হয়ে গিয়েছে। অথচ বিভিন্ন টেলিকম সংস্থার হাইফাই বাজেটের রিচার্জপ্ল্যান সকলের পক্ষে কেনা সম্ভব হচ্ছে না।

তবে এবার Vi তাদের স্বল্প রোজগেরে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে দারুন সাশ্রয়ী একটি রিচার্জে অফার। এই প্ল্যানে ফোনকল ও ডেটা পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে। এই প্রিপেইড প্ল্যানটির মূল্য মোটে 75 টাকা। Vi-এর এই 75 টাকার রিচার্জ প্ল্যানে যা যা অফার দেওয়া হয়, সেই সবই পেয়ে যাবেন কোম্পানির অল্প আয়ের গ্রাহকেরা। সঙ্গে পাবেন 50 মিনিটের ফোনকল ও 500 এমবি ডেটা একেবারে বিনামূল্যে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

লো ইনকামের ইউজারদের জন্য এই রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি রাখা হয়েছে 15 দিন। এই প্ল্যানের মেয়াদ ফুরিয়ে গেলে গ্রাহকরা ফের নিজেদের পছন্দমতো রিচার্জপ্ল্যান কিনে নিতে পারবেন। একটি প্রেসবিজ্ঞপ্তিতে Vi য়ের তরফে জানানো হয়েছে, “রাজ্যের বিভিন্ন প্রান্তেই আনলকিংয়ের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আর তার ফলে পরিযায়ী শ্রমিকেরা নিজেদের বাড়ি থেকে আবার কর্মস্থলের উদ্দেশ্যে ফিরতে শুরু করে দিয়েছেন। লকডাউনের সময় প্রিপেইড টেলিকম ইউজারদের একটা বড় সংখ্যা বিভিন্ন কারণে রিচার্জ করতে পারেননি, প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। সেই সব কাস্টোমারদেরই Vi আমন্ত্রণ জানাচ্ছে ভারতের দ্রুততম 4G নেটওয়ার্ক ব্যবহার করতে এবং তাঁদের কাজও শুরু করে দিতে।”

বাড়িবসেই এই প্ল্যানটি অ্যাক্টিভেট করা সম্ভব। এরজন্য 121153 নম্বরে ফোন করতে পারেন বা নিজেদের Vi নম্বর থেকে *444*75# নম্বরে মেসেজও করতে পারেন। নতুবা নিকটবর্তী রিটেইলারের কাছে গিয়ে প্ল্যানটি রিচার্জ করাতে পারবেন গ্রাহক বা কাস্টমারেরা।

About Author