Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাসে খরচ ৩০০ টাকার কম, প্রতিদিন পেয়ে যান ৪ জিবি ডেটা, দুর্দান্ত অফার আনল VI

গ্রাহকদের বেস্ট প্ল্যান অফার করছে ভোডাফোন আইডিয়া টেলিকম সংস্থা। এরমধ্যে অনেক প্ল্যানে ডাবল ডেটার সুবিধাও আছে। গ্রাহকদের খুশি করতেই এরকম প্ল্যান শুরু করেছেন টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া, ডাবের এটার সাথে…

Avatar

গ্রাহকদের বেস্ট প্ল্যান অফার করছে ভোডাফোন আইডিয়া টেলিকম সংস্থা। এরমধ্যে অনেক প্ল্যানে ডাবল ডেটার সুবিধাও আছে। গ্রাহকদের খুশি করতেই এরকম প্ল্যান শুরু করেছেন টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া, ডাবের এটার সাথে সাথে আনলিমিটেড ফ্রি কলিং ও আনলিমিটেড ফ্রি এসএমএস পেয়ে ভোডাফোন আইডিয়া ব্যবহারকারীদের খুশির ঠিকানা নেই। জেনে নেওয়া যাক এদের কিছু বিশেষ অফারের সম্পর্কে:-

VODAFONE প্ল্যান ২৯৯ টাকায়-
ভোডাফোন কোম্পানির তরফ থেকে দেওয়া এই প্ল্যানে আপনি পাবেন ডেলি ৪ জিবি করে ডাটা, ২৮ দিন ভ্যালিডিটি সম্পন্ন এই প্ল্যানে আনলিমিটেড কলিং-এর সাথে ১০০ টা ফ্রি SMS ও পাওয়া যাবে। এর সাথে আপনার প্রতিদিনকার অব্যবহৃত ডেটা পরের দিন ব্যবহার করতে পারবেন। এই প্লান ব্যবহারকারিরা ফ্রি-তে Vi Movies ও Tv অ্যাক্সেস করতে পারবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

VI 699 PLAN
Vi এর ৭০০ টাকার কম দামে আসা এই প্ল্যানটিতে দেওয়া হয় ৮৪ দিনের ভ্যালিডিটি। প্রতিদিন এই প্ল্যানে গ্রাহক পাবেন ৪ জিবি ডেটা। এই প্ল্যানে দেওয়া হয়েছে দ্বিগুণ ডেটার অফার। অন্যদিকে রয়েছে আনলিমিটেড কলিং এবং প্রতিদিনের ১০০ টি এসএমএস বিনামূল্যে। এছাড়া রয়েছে ডেটা রোলআউটের সুবিধা।

About Author