বর্তমান সময়ে আমরা প্রায়ই দেখি টেলিকম সংস্থাগুলি একে অপরের সাথে প্রতিযোগিতায় নিজেকে সেরা প্রমাণের জন্য একের পর এক নতুন প্ল্যান নিয়ে হাজির হয়। সেই প্ল্যানগুলি যেমন একদিকে সস্তা হয়, তেমনই গ্রাহককে প্রদান করা হয় একাধিক সুবিধা। এমনই দুই সস্তা দামের প্ল্যান নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় টেলিকম সংস্থা VI। প্ল্যান দুটির দাম ৯৯ এবং ১০৯ টাকা। চলুন জানা যাক কোম্পানির এই দুই সস্তা দামের প্ল্যান সম্পর্কে,
Vi এর ৯৯ টাকার প্ল্যান
এই প্ল্যানে কোম্পানির পক্ষ থেকে গ্রাহককে প্রদান করা হচ্ছে আনলিমিটেড কলিং এর সুবিধা। হ্যাঁ, ঠিকই পড়ছেন, ৯৯ টাকায় আনলিমিটেড ভয়েজ কলিং। সাথে রয়েছে প্রতিদিনের ১ জিবি ডেটার সুবিধা ও। তবে এই প্ল্যানে কোম্পানির পক্ষ থেকে কোনও ধরনের sms এর সুবিধা দেওয়া হচ্ছেনা। বৈধতা হিসেবে গ্রাহককে কোম্পানি এই প্ল্যানে দিচ্ছে ১৮ দিনের ভ্যালিডিটি। ১০০ টাকার কমে আনলিমিটেড কলিং সহ ডেটা র কথা যেখানে ভাবাই যায়না, সেখানে এমন প্ল্যান নিয়ে হাজির হয়েছে VI কোম্পানি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join NowVi এর ১০৯ টাকার প্ল্যান
এই প্ল্যানটি এবং ৯৯ টাকার প্ল্যানটির মধ্যে প্রধান যে পার্থক্য তা হল বৈধতা এবং দামের। দামের দিক থেকে এই প্ল্যান Vi ৯৯ প্ল্যানের থেকে ১০ টাকা বেশি আর বৈধতার দিকে এই প্ল্যানে গ্রাহককে কোম্পানি দেয় ২ দিনের অতিরক্ত বৈধতা। অর্থাৎ গ্রাহক এই প্ল্যানে পাবেন ২০ দিনের বৈধতা। সাথে রয়েছে আনলিমিটেড কলিং এবং দৈনিক ১ জিবি ডেটার সুবিধা। তবে এই প্ল্যানেও কোম্পানি কোনও ধরনের sms এর সুবিধা গ্রাহককে প্রদান করবেনা।
Jio র ৯৮ টাকার প্ল্যান
অন্যদিকে Jio সম্প্রতি নিয়ে হাজির হয়েছিল তাদের ৯৮ টাকার এই প্ল্যান। সেই প্ল্যানে কোম্পানি গ্রাহককে প্রদান করছিল প্রতিদিনের ১.৫ জিবি ডেটা। অর্থাৎ এই প্ল্যানে গ্রাহক পাবেন মোট ২১ জিবি ডেটার সুবিধা। সাথে আনলিমিটেড ভয়েজ কলিং এর সুবিধা তো আছেন। বৈধতা ১৪ দিন।