টেক বার্তা

Jio-Airtel কে টেক্কা দিতে পুরোনো সস্তা প্ল্যান ফিরিয়ে আনলো Vi, জানুন কি কি সুবিধা পাওয়া যাবে

টেলিকম বাজারে জিও ও এয়ারটেলের সাথে টক্কর দিয়ে ব্যবসা করতে নতুন নতুন প্ল্যান আনছে Vi

Advertisement

দেশের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি ভোডাফোন আইডিয়া (Vi) সম্প্রতি তাদের ৭১৯ টাকার প্রিপেইড প্ল্যানটি আবার চালু করেছে। এই প্ল্যানটি আগে ৮৫৯ টাকায় প্রবর্তিত হয়েছিল, কিন্তু এখন ৭১৯ টাকায় পুনরায় গ্রাহকদের জন্য উপলব্ধ। আসলে টেলিকম বাজারে জিও ও এয়ারটেলের সাথে টক্কর দিয়ে ব্যবসা করতে এই প্ল্যান আনছে VI। যদিও কোম্পানি এই প্ল্যানটি ফিরিয়ে এনেছে, তবে কিছু পরিবর্তন এসেছে এর সুবিধাগুলির মধ্যে। এর মানে হলো গ্রাহকরা এখন ৭১৯ টাকার প্ল্যানটি কিনে একটি সীমিত সুবিধা পাবেন, তবে আগের তুলনায় কিছু সুবিধা কমিয়ে দেওয়া হয়েছে।

৭১৯ টাকার প্ল্যানে কী সুবিধা পাওয়া যাবে?

ভোডাফোন আইডিয়ার এই ৭১৯ টাকার প্রিপেইড প্ল্যানটি গ্রাহকদের একাধিক সুবিধা প্রদান করে। এই প্ল্যানে প্রতি দিন ১ জিবি ডেটা এবং ১০০টি এসএমএস পাওয়া যাবে। পাশাপাশি, গ্রাহকরা ট্রু আনলিমিটেড ভয়েস কলিং সুবিধাও পাবেন। তবে, প্রতিদিনের ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড ৬৪ kbps এ কমে যাবে। এছাড়া, প্ল্যানটিতে Vi Hero Unlimited এবং রাতের সময় আনলিমিটেড ডেটা সুবিধা দেওয়া হচ্ছে না, যা আগের কিছু প্ল্যানে ছিল। এর মানে, গ্রাহকরা শুধু দিনে সীমিত ডেটা ব্যবহার করতে পারবেন এবং রাতের সময় তারা অতিরিক্ত ডেটা ব্যবহার করতে পারবেন না।

আগের তুলনায় কী পরিবর্তন এসেছে?

আগে, ৭১৯ টাকার প্ল্যানে গ্রাহকরা ৮৪ দিনের ভ্যালিডিটি, প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং ১০০ এসএমএস সুবিধা পেতেন। এর মধ্যে আরও একটি বড় সুবিধা ছিল রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত আনলিমিটেড ডেটা ব্যবহারের সুযোগ। কিন্তু বর্তমান প্ল্যানে এই সুবিধাগুলো বাদ দেওয়া হয়েছে এবং ভ্যালিডিটি কমে ৮৪ দিন থেকে শুধুমাত্র ৭৫ দিন হয়েছে। এছাড়া, ১.৫ জিবি ডেটার পরিবর্তে এখন প্রতিদিন ১ জিবি ডেটা দেওয়া হচ্ছে, যা কিছুটা কম। এই পরিবর্তনের ফলে গ্রাহকদের খরচ বেড়েছে। ৭১৯ টাকার প্ল্যানের পরিবর্তে এখন গ্রাহকদের ৮৫৯ টাকার প্ল্যান কিনতে হবে, যা আগের চেয়ে ১৪০ টাকা বেশি। নতুন প্ল্যানটি প্রবর্তনের আগে, গ্রাহকদের এই ৭১৯ টাকার প্ল্যানে ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং ১০০ এসএমএস দেওয়া হতো, যা অনেকের কাছে বেশি সুবিধাজনক ছিল।

Related Articles

Back to top button