টেক বার্তা

Vi লঞ্চ করছে নতুন রিচার্জ প্ল্যান, অর্ধেক দিন পাবেন আনলিমিটেড ইন্টারনেট, নতুন অফার দেখে অবাক Jio, BSNL

ভারতের টেলিকম ইন্ড্রাস্ট্রিতে বর্তমানে ব্যাপক সুনাম অর্জন করছে ভোডাফোন আইডিয়া (Vi) কোম্পানিটি

Advertisement

ভারতের টেলিকম বাজারে প্রতিযোগিতা দিন দিন তীব্র হচ্ছে, এবং এই প্রতিযোগিতায় টিকে থাকতে টেলিকম কোম্পানিগুলি নতুন নতুন পরিকল্পনা নিয়ে আসছে। সম্প্রতি, ভোডাফোন আইডিয়া (Vi) ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর হিসেবে একটি নতুন পরিকল্পনা চালু করেছে, যা Jio এবং Airtel-কে টক্কর দিতে সক্ষম। এই নতুন পরিকল্পনাটির নাম ‘সুপার হিরো প্ল্যান’। এই প্ল্যান প্রসঙ্গে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Vi এর ‘সুপার হিরো প্ল্যান’: আনলিমিটেড ইন্টারনেট ডাটা

এটি এমন এক প্ল্যান, যা ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য একেবারে আদর্শ। অনেক ব্যবহারকারী যারা প্রতিদিন অনেক সময় ইন্টারনেট সার্ফ করেন, তাদের জন্য এই প্ল্যানটি খুবই উপযোগী হতে পারে। আগে, ভোডাফোন আইডিয়া ১২টা রাত থেকে সকাল ৬টা পর্যন্ত আনলিমিটেড ডেটার সুবিধা দিত, কিন্তু এই নতুন পরিকল্পনায় ১২ ঘণ্টার জন্য কোনো ডেটা সীমা ছাড়াই ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। গ্রাহকরা এবার রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১২ ঘণ্টা আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। এই সুবিধাটি শুধু সেই সমস্ত প্ল্যানেই পাওয়া যাবে যেখানে প্রতিদিন ২ জিবি বা তার বেশি ডেটা পাওয়া যায়। এমন প্ল্যানগুলি বর্তমানে ৩৬৫ টাকা থেকে শুরু হয়। অর্থাৎ, ৩৬৫ টাকার প্ল্যানের আওতায় আপনি ২৮ দিন পর্যন্ত পরিষেবা পাবেন। এই প্ল্যানের আওতায় ৫৬ জিবি ডেটা পাওয়া যাবে, অর্থাৎ প্রতিদিন ২ জিবি ডেটা। এতে গ্রাহকরা দৈনন্দিন ইন্টারনেট ব্যবহারে কোনো চিন্তা ছাড়াই সাচ্ছন্দ্যে ইন্টারনেটের সুবিধা নিতে পারবেন।

থাকছে ‘রোলওভার ডেটা‘ অপশনও

Vi-এর এই প্ল্যানে একটি নতুন সুবিধা রয়েছে, যা সপ্তাহান্তে রোলওভার ডেটা সুবিধা। এর মানে হলো, যদি আপনি কোনো সপ্তাহে আপনার সম্পূর্ণ ডেটা ব্যবহার না করেন, তবে বাকি ডেটা আপনার জন্য রোলওভার হয়ে সপ্তাহান্তে ব্যবহারের জন্য উপলব্ধ থাকবে। এই সুবিধার ফলে ব্যবহারকারীরা তাদের ডেটার সুবিধা আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন। এছাড়া, ‘ডেটা ডিলাইট’ নামক একটি ফিচারও রয়েছে, যা ব্যবহারকারীদের Vi অ্যাপ ব্যবহার করে অতিরিক্ত টাকা না দিয়ে ২ জিবি ডেটা ব্যবহারের সুযোগ দেয়। এটি এমন একটি সুবিধা, যা গ্রাহকদের জন্য অনেকটা উপকারী হতে পারে, বিশেষ করে যাদের দৈনিক ডেটা ব্যবহারের পরিমাণ বেশি।

Related Articles

Back to top button