Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সলমানের সামনেই খোলাখুলিভাবে ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দিলেন ভিকি কৌশল

Updated :  Thursday, January 16, 2020 2:27 PM

কৌশিক পোল্ল্যে: ভিকি কৌশল ডুবেছেন ক্যাটরিনা কাইফের প্রেমসাগরে একথা নিজেই প্রমান দিলেন আবারো। তাও যেমন তেমন করে নয়, সকলের সামনে প্রকাশ্যে, আবার তাও সলমান খানের উপস্থিতিতে।

এবারের স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডে ক্যাটরিনা স্টেজে থাকাকালীন ভিকি তাকে প্রশ্ন করেন, “তিনি এত সুন্দরী তবুও কোনো ভিকি কৌশলকে বিয়ে করছেন না কেন; তার বিয়ে করা উচিৎ ভিকির মতো কাউকে”। ভিকির প্রস্তাব শুনে লজ্জায় লাল হয়ে ক্যাট কিছু বলতে পারেন না। তার প্রাক্তন প্রেমিক সলমান খান হাসি মুখে একথা শুনে বোন অর্পিতার কাঁধে লুটিয়ে পড়েন।

আরও পড়ুন : নেটদুনিয়ায় নিজের হট ছবিতে তাক লাগালেন অনন্যা পান্ডে

এরপরই ক্যাটরিনা উত্তর করেন “অত সাহস নেই”। একথা শুনে মুহূর্তেই হুঁশ ফেরে সলমানের। দুজনের মধ্যেই হাসি বিনিময় হয়। এর থেকে আন্দাজ করা যায় সলমানের সঙ্গে ক্যাটের ঘনিষ্ঠতা শেষ হয়ে যায়নি। সেই সুন্দর ভিডিওটি নীচে রইল, আপনার জন্য।