Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারতের বাজারে আসতে চলেছে Vivo V19 স্মার্টফোন, জেনে নিন বৈশিষ্ট্য ও দাম

Vivo খুব শীঘ্রই ভারতে Vivo 19 স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। রিপোর্ট অনুযায়ী জানা গেছে এই ফোনটির বৈশিষ্ট্য গত সপ্তাহে ইন্দোনেশিয়ায় লঞ্চ হওয়া ফোনটির থেকে আলাদা হবে। তবে ভারতে এটি ভারতে…

Avatar

Vivo খুব শীঘ্রই ভারতে Vivo 19 স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। রিপোর্ট অনুযায়ী জানা গেছে এই ফোনটির বৈশিষ্ট্য গত সপ্তাহে ইন্দোনেশিয়ায় লঞ্চ হওয়া ফোনটির থেকে আলাদা হবে। তবে ভারতে এটি ভারতে কবে লঞ্চ হবে তা সম্পর্কে এখনও জানানো হয়নি। আসুন জেনে নিই ফোনটির বৈশিষ্ট্য সম্পর্কে –

1. 6.44 ইঞ্চি full HD+ 20:9 আনুপাতিক সুপার AMOLED ডিসপ্লে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

2. কোয়ালকম স্ন্যাপড্রাগন 712 প্রসেসরের সাথে 8 জিবি র‌্যাম।

3. 128 ও 256 জিবি স্টোরেজ।

আরও পড়ুন : প্রতিদিন ৩ জিবি ডেটা, সাথে আনলিমিটেড কল, কম টাকায় দুর্দান্ত প্ল্যান আনলো BSNL

4. ক্যামেরার মধ্যে 48 মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর, 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, 2 মেগাপিক্সেল ডেপথ্ লেন্স।এছাড়া 32 মেগাপিক্সেল প্রধান সেন্সর এবং 8 মেগাপিক্সেল ওয়াইড লেন্সযুক্ত ফ্রন্ট ক্যামেরা।

5. অ্যান্ড্রয়েড 10 ভিত্তিক ফানটাচ OS, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফ্ল্যাশ চার্জ 2।

6. 4500 mAh ব্যাটারি এবং 33W চার্জার।

8/128 জিবি স্টোরেজ ভিত্তিক ফোনটির মূল্য 25000 টাকা। একই দামে এই ফোনটি আরও কয়েকটি জনপ্রিয় ফোন যেমন- Xiaomi Redmi K20 Pro, Honor 20 এবং Samsung Galaxy A70 এগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আশা করা যাচ্ছে।

About Author