টেক বার্তা

৩০ হাজার টাকা ছাড়ে বিক্রি হচ্ছে Vida V1 ইলেকট্রিক স্কুটার, জেনে নিন বিস্তারিত

বর্তমানে বাজারে সেরা এই ইলেকট্রিক স্কুটারের উপর দীপাবলি উপলক্ষে দুর্দান্ত সেল ঘোষণা করেছে অনলাইন শপিং সেন্টার অ্যামাজন ইন্ডিয়াতে।

Advertisement

সময়ের সেরা অফার নিয়ে হাজির হলো অনলাইন শপিং সেন্টার amazon india। বর্তমানে ভারত সহ বিশ্ব বাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে দুশ্চিন্তায় পড়েছেন মধ্যবিত্তরা। ফলে বিশ্ববাজারে এখন ইলেকট্রিক বাইক অথবা স্কুটারের চাহিদা তুঙ্গে। সবচেয়ে কম খরচে সর্বাধিক দূরত্ব অতিক্রম করা সম্ভব বলে ইলেকট্রিক গাড়ি ক্রয়ের দিকে বেশি ঝুঁকছেন গ্রাহকরা। গ্রাহকের চাহিদা মাথায় রেখে বর্তমানে ভারতের একাধিক কোম্পানি তাদের চিরাচরিত পেট্রোল ইঞ্জিনের বাইক নির্মাণ বন্ধ রেখে ইলেকট্রিক বাইক নির্মাণে মনোনিবেশ করেছে। এই তালিকায় নাম লিখিয়েছে Hero, TVS-এর মতো বৃহৎ কোম্পানি গুলো।

শুরুতেই আমরা আপনাদের জানিয়ে রাখি, Hero গত বছর ভারতের বাজারে তাদের Vida V1 মডেলের ইলেকট্রিক স্কুটার দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। যার মধ্যে একটি Vida V1 Plus এবং অন্যটি Vida V1 Pro নামে পরিচিত। জানলে অবাক হবেন, Hero Vida V1 ইলেকট্রিক স্কুটার পৃথিবীর একমাত্র স্কুটার, যেটি ২৪ ঘন্টা নন-স্টপ চলতে সক্ষম। শুধু তাই নয়, Hero Vida V1 ইলেকট্রিক স্কুটারটি পরীক্ষণমূলকভাবে ২৪ ঘন্টায় ১৭৮০ কিলোমিটার রাস্তা অতিক্রম করেছে বলে দাবি করেছে Hero।

যদি বাজার সেরা শক্তিশালী এই ইলেকট্রিক স্কুটারের দুর্দান্ত বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে দুর্দান্ত এই গাড়িটি মাত্র ৩.১ সেকেন্ডে ০ থেকে ৪০ কিলোমিটার গতি তুলতে সক্ষম। পাশাপাশি, স্কুটারটি সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ছুটতে পারে বলে দাবি করা হয়েছে কোম্পানির তরফ থেকে। এছাড়া এতে LED হেডলাইট, টেল লাইট এবং টার্ন সিগন্যাল, ডিস্ক ও ড্রাম ব্রেকের মতো সুবিধা রয়েছে। যদি দুর্দান্ত এই স্কুটারের দামের কথা বলি, সেক্ষেত্রে Vida V1 স্কুটারের বর্তমান মূল্য ১.৪০ লাখ থেকে শুরু করে ১.৪২ লাখ টাকার কাছাকাছি।

তবে আজকের নিবন্ধে আমরা আপনাদের বলে রাখি, বর্তমানে বাজারে সেরা এই ইলেকট্রিক স্কুটারের উপর দীপাবলি উপলক্ষে দুর্দান্ত সেল ঘোষণা করেছে অনলাইন শপিং সেন্টার অ্যামাজন ইন্ডিয়াতে। জানলে অবাক হবেন, ৩০,০০০ টাকা ছাড়ে মাত্র ১.১০ লাখ টাকায় বিক্রি হচ্ছে বাজারের সেরা এই ইলেকট্রিক স্কুটার। দুর্দান্ত এই অফারটি চলবে আগামী ১২ই নভেম্বর পর্যন্ত।

Related Articles

Back to top button