সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে মনিশা সাথিকে আসন্ন ‘জেলার’ ছবির ট্রেন্ডিং গানের তালেই দেখা গিয়েছিল। এদিন এই গানের তালেই মানানসই সবুজ পোশাকে ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন তিনি। তিনি যে এই ধরনের রিল ভিডিও বানাতে যথেষ্ট সাবলীল, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। পিছনে টিভিতে মিলেছে তামান্না ভাটিয়ার ঝলকও। মনিশার এদিনের পারফর্ম্যান্স দেখে একাংশের মত তিনি পর্দার তামান্না ভাটিয়াকেও রীতিমতো টেক্কা দিয়েছেন। এই ছবির সূত্র ধরেই আবারো পর্দায় ফিরছেন রজনীকান্ত। আপাতত, এই ছবির মুক্তির অপেক্ষায় অগণিত দক্ষিণী ছবির ভক্তরা।View this post on Instagram
Video: ‘কাভালা’ গানে তামান্না ভাটিয়াকেও টেক্কা দিলেন এই সুন্দরী যুবতী, ভাইরাল ভিডিও
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান…

আরও পড়ুন