বলিউডবিনোদন

চিকিৎসকদের পাশে দাঁড়ালেন বিদ্যা বালান, এক হাজার পিপি কিট দিলেন অভিনেত্রী

Advertisement
Advertisement

কৌশিক পোল্ল্যে: করোনা মোকাবিলায় বর্তমান যোদ্ধা কর্মরত স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকেরা। তাদেরই সুরক্ষায় আরও একধাপ এগিয়ে এলেন অভিনেত্রী বিদ্যা বালান। তিনি সাধ্যমতো অর্থব্যয়ে হাজারের বেশি সুরক্ষা কিট অর্থাৎ পিপিই তুলে দিলেন দেশের চিকিৎসকদের হাতে। দেশের স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামোর প্রতি দৃষ্টিপাত করে এই সিদ্ধান্তে উপনীত হন অভিনেত্রী। এদেশে করোনা আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়তে থাকলেও উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা নেই এবং সেইসঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য পরিমানমতো আদর্শ সুরক্ষা কিটও অনুপস্থিত, যেকারনে চরম ভোগান্তির শিকার হয়েছেন করোনা সেবারত স্বাস্থ্যকর্মীরা।

Advertisement
Advertisement

বিদ্যা জানান, এই অনুদান করতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন। বিপর্যয় মোকাবিলায় যারা প্রথমসারিতে দাঁড়িয়ে লড়ে যাচ্ছেন সেই সকল করোনা সৈনিকদের নিরাপত্তার যাতে এতটুকু ত্রুটি না ঘটে সেদিকে খেয়াল আমাদের সকলের কর্তব্য। চিকিৎসকদের সঙ্গে বর্ডারদের জওয়ানদের তুলনা টেনে এনে অভিনেত্রী জানান, এও এক কঠিন লড়াই যেখানে স্বাস্থ্যকর্মীরা সেবায় ব্রতী হয়ে যুদ্ধে সামিল হয়েছেন, আমাদেরও উচিৎ একজোট হয়ে তাদের সমর্থন করা, কিন্তু সবটাই বাড়ির মধ্যে থেকে।

Advertisement

এই মর্মে তিনি একটি ভিডিও পোস্ট করেন যেখানে করোনা ভাইরাসের চিকিৎসায় কর্মরত একটি ফান্ড খোলেন তিনি এবং আরও বেশি পরিমানে সুরক্ষা কিট প্রদান করার উদ্দেশ্যে সকল দেশবাসীর কাছে তিনি আবেদন জানান অনুদানের জন্য। বলাই বাহুল্য, অভিনেত্রীর ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন অগনিত মানুষ, সাহায্যের নিমিত্তে।

Advertisement
Advertisement

এরপর আজই একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন বিদ্যা। যেখানে তিনি জানান, তার প্রয়াসে অভূতপূর্ব সাড়া দিয়ে মানুষজন এগিয়ে এসেছেন। শুধু দেশবাসী নয়, দেশের বাইরে থেকেও অনুদান দিয়েছেন অনেকে। ফান্ডে একত্রিত হওয়া ১৬ লাখ টাকা দিয়ে আড়াই হাজারেরও বেশি সুরক্ষা কিট কিনে তা চিকিৎসকদের প্রদান করা হয়ে গিয়েছে, এই সুখবর নিজেই জানালেন অভিনেত্রী।এখন দেখুন বিদ্যা বালানের ধন্যবাদ জ্ঞাপনের সেই ভিডিও।

 

View this post on Instagram

 

A post shared by Vidya Balan (@balanvidya) on

Related Articles

Back to top button