Dance Video: “তুমি কোন শহরের মাইয়া গো” গানে বোল্ড ডান্স যুবতীর, লোকেরা বলছেন-“বিউটিফুল”

ইন্টারনেটের সহজলভ্যতার কারণে বিগত কয়েক বছরে ধারাবাহিকভাবে ডিজিটাল প্লাটফর্মে ভাইরাল হচ্ছে হাজার হাজার ভিডিও। ফলে একথা বলা যেতেই পারে, বিগত কয়েক বছর ধরে ডিজিটাল প্লাটফর্ম হয়ে উঠেছে মানুষের বিনোদনের প্রধান…

Avatar

ইন্টারনেটের সহজলভ্যতার কারণে বিগত কয়েক বছরে ধারাবাহিকভাবে ডিজিটাল প্লাটফর্মে ভাইরাল হচ্ছে হাজার হাজার ভিডিও। ফলে একথা বলা যেতেই পারে, বিগত কয়েক বছর ধরে ডিজিটাল প্লাটফর্ম হয়ে উঠেছে মানুষের বিনোদনের প্রধান কেন্দ্র। যেখানে কয়েক বছর আগে বিনোদনপ্রেমীদের বিনোদনের একমাত্র রসদ ছিল বলিউডের হাতে গোনা কয়েকটি সিনেমা, সেখানে আজ ডিজিটাল প্লাটফর্মের সৌজন্যে চাহিদার পরিবর্তন ঘটেছে বিনোদনপ্রেমীদের। বর্তমানে সাদাকালো টিভির পর্দায় বলিউড কিংবা টলিউডের ধারাবাহিক সিনেমা নয়, বরং ডিজিটাল প্লাটফর্মে ভারতীয় যুবতীদের উত্তপ্ত নাচের ভিডিও এবং সাহসী ওয়েব সিরিজ দেখতে বেশি পছন্দ করছেন সোশ্যাল মিডিয়া প্রেমীরা।

উষ্ণতার স্পর্শ দেবে এই ভিডিওগুলি

আমরা আপনাদের বলি, বর্তমানে বেশিরভাগ বিনোদন প্রেমীরা টিভির পর্দা থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে ডুব দিয়েছেন ডিজিটাল প্লাটফর্মের ভরপুর বিনোদনে। ওটিটি প্লাটফর্মে উষ্ণ ওয়েব সিরিজ হোক কিংবা সোশ্যাল মিডিয়ায় ভারতীয় যুবতীদের উত্তপ্ত ডান্সের ভিডিও, বিনোদন জগতে যুক্ত হয়েছে নতুন রসদ। তবে স্বল্প সময়ের মধ্যে ভরপুর বিনোদন উপভোগ করতে চাইলে অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে ইনস্টাগ্রামের শর্ট ভিডিওগুলির দিকে। যেখানে ভারতীয় যুবতীদের ঘাম ঝরানো ভিডিওগুলি আপনাকে মুহূর্তের মধ্যে উষ্ণতা অনুভব করাবে।

ভাইরাল হচ্ছে এই ভিডিও

‘তুফান’ সিনেমার সর্বাধিক আলোচিত গান তথা “লাগে উরা ধুরা”-তে সেক্সি স্টাইলে ডান্স করে অভিনেত্রী মিমিকে টক্কর দিয়ে ডিজিটাল প্লাটফর্মের আলোচনায় উঠে এসেছেন মেঘা সাহা নামের এক যুবতী। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, ডিজিটাল প্লাটফর্মে ভাইরাল হওয়া এই গানে হট স্টাইলে নেচে রাতের ঘুম উড়িয়ে দিচ্ছেন বছর পঁচিশের এক যুবতী। হট ফিগার তো বটেই, পাশাপাশি সুদৃশ্য চেহারার মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছেন ওই যুবতী। ভিডিওটি দেখার পর নেটিজেনরা বলছেন,”কি দেখালে তুমি”।

 

View this post on Instagram

 

A post shared by Megha Saha (@megha_saha2)