খেলাক্রিকেট

পাকিস্তানের পরাজয়ে মাঠে সেলিব্রেশন ইরফান পাঠানের, ভিডিও ভাইরাল সোস্যাল মিডিয়ায়

ম্যাচ শেষে ইরফান পাঠানের কর্মকাণ্ড কাটা ঘায়ে নুনের ছিটে দিয়েছে পাকিস্তানের।

Advertisement

গতকাল বিশ্বকাপের সহজ ম্যাচে লজ্জাজনকভাবে আফগানিস্তানের বিপক্ষে হেরেছে শক্তিশালী পাকিস্তান। আর চলতি বিশ্বকাপের প্রবল দাবিদার পাকিস্তানের পরাজয়ে আগুনে ঘি ঢেলে দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। যা স্থান পেয়েছে প্রত্যেকটি সংবাদের শিরোনামে। শুধু তাই নয়, ইরফান পাঠানের কর্মকাণ্ডে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট টিম। তবে মাঠের মধ্যে ইরফান পাঠানের সেলিব্রেশানের ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে নেট পাড়ায়।

প্রথমেই আমরা আপনাদের জানিয়ে রাখি, গতকাল বিশ্বকাপের অত্যন্ত সহজ ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে পরাজিত করেছে আফগানিস্তান। যেখানে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। অধিনায়ক বাবর আজমের ৭৪ রানের ইনিংসের উপর নির্ভর করে নির্ধারিত ওভার ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করতে সক্ষম হয় বিশ্বকাপের প্রবল দাবিদার পাকিস্তান।

তবে ২৮৩ রানের বিশাল লক্ষ্যমাত্রা খেলতে নেমে কারিশমা দেখাতে শুরু করেন আফগানিস্তানের ব্যাটসম্যানরা। দলের হয়ে রহমানুল্লাহ গুরবাজ (৬৫), ইব্রাহিম জাদরান (৮৭), রহমত শাহ (অপরাজিত ৭৭) এবং হাশমতুল্লাহু শহীদী (অপরাজিত ৪৮) রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেন। যার পরিপ্রেক্ষিতে ৮ উইকেট হাতে রেখে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় আফগানিস্তান।

তবে ম্যাচ শেষে ইরফান পাঠানের কর্মকাণ্ড কাটা ঘায়ে নুনের ছিটে দিয়েছে পাকিস্তানের। বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে কর্মরত ইরফান পাঠান ম্যাচ শেষে মাঠে নেমে রশিদ খানকে দেখে ভাংড়া ডান্স করতে শুরু করেন। রশিদও পিছিয়ে থাকেননি। তিনিও ভাংড়া করেন। এর পর দুজনেই জড়িয়ে ধরে সেলিব্রেশন করেন। যা ক্যামেরা বন্দি হওয়ার পর থেকে রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

Related Articles

Back to top button