Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Virat-Rohit: সিরিজ জিতে নজর কাড়া সেলিব্রেশন বিরাট-রোহিতের, রইল ভিডিও

Updated :  Monday, September 26, 2022 12:25 PM

দীর্ঘ কয়েক বছর পর ক্রিকেটের ২২ গজে বিরাট কোহলি এবং রোহিত শর্মার কেমিস্ট্রি হৃদয় জিতলো ক্রিকেটপ্রেমীদের। গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের নির্ণায়ক ম্যাচে বিরাট রোহিতের আনন্দঘন মুহূর্তের স্বাক্ষী রইলেন রাখ লক্ষ লক্ষ ক্রিকেটপ্রেমীরা। হায়দরাবাদে নির্ধারক ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ভারত। সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লজ্জাজনক ভাবে পরাজয় ঘটেছিল টিম ইন্ডিয়ার। তবে পরপর দুটি ম্যাচে বিধ্বংসী পারফরমেন্স করে সিরিজ নিজেদের নামে করে নিয়েছে ব্লু বাহিনী।

গতকাল সিরিজের নির্ণায়ক ম্যাচে অস্ট্রেলিয়া, প্রথমে ব্যাট করে, ভারতের সামনে জয়ের জন্য ১৮৭ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয়। তবে বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবের অর্ধশত রানের বিধ্বংসী ইনিংসের সাহায্যে ভারত ১ বল বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ভারতের এই দুর্দান্ত জয়ের পর সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যাতে অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে এই গুরুত্বপূর্ণ জয় একসাথে উদযাপন করতে দেখা গেছে।


ইনিংসের ১৯ তম ওভারের ৫ম বলে হার্দিক পান্ডিয়া সুদর্শনীয় চারের সাথে সাথে বিরাট কোহলি এবং রোহিত শর্মা উদযাপন শুরু করেন। এই সময় বিরাট কোহলি অধিনায়ক রোহিত শর্মাকে জড়িয়ে ধরে উদযাপন শুরু করেন। প্রতিউত্তরে বিরাট কোহলিকেও জড়িয়ে ধরেন রোহিত। ইনিংসের শেষ ওভারে ছক্কা মেরে আউট হয়েছিলেন গেলেন কোহলি, তাই প্যাড না খুলেই অধিনায়কের সঙ্গে বসেছিলেন। আর সেই অবস্থাতেই উদযাপন শুরু করেন ভারতের প্রাক্তন অধিনায়ক। আপনাকে বলে রাখি, কোহলি আবারও নির্ধারক ম্যাচে ৬৩ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন।

যদিও বেশ কয়েক বছর ধরে বিভিন্ন মিডিয়ায় দাবি করা হয়েছে ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির মধ্যে সম্পর্ক সুমধুর নয়। তবে সেই জল্পনার সমাপ্তি ঘটিয়ে এদিন দুই অধিনায়কের উদযাপন হৃদয়ে জায়গা করে নিয়েছে ক্রিকেটপ্রেমীদের। সিরিজ জয়ের পাশাপাশি দুই অধিনায়কের উদযাপন রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।