Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Virat Kohli: নিরামিষভোজী হয়েও ‘পোকা ভাজা’ খেয়েছেন বিরাট কোহলি! নিজেই করলেন সত্য উদঘাটন

Updated :  Tuesday, February 21, 2023 1:14 PM

ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে। যদিও চলমানরত বর্ডার-গাভাস্কার ট্রফিতে এখনো পর্যন্ত তার ব্যাট কথা বলেনি, তবে সিরিজের বাকি থাকা দুটি ম্যাচে তিনি বিধ্বংসী পারফরমেন্স করবেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম দুটি ম্যাচে জয়লাভের পর মোটের উপর খোশ মেজাজে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। আর সেই জন্য নিজের স্মৃতিচারণে এমন একটি তথ্য তিনি প্রকাশ করেছেন, যা তার কোটি কোটি ফ্যানেরও অজানা ছিল।

এ কথা কারোর অজানা নয় যে, বিরাট কোহলি নিজের ফিটনেস ধরে রাখার জন্য কঠিন ডায়েটের মধ্যে থাকেন। শুধু তাই নয়, তিনি একজন নিরামিষভোজীও বটে। তবে এদিন এক প্রচালনামূলক অনুষ্ঠানে এসে তিনি বলেন, ভুলবশত একবার ‘পোকা ভাজা’ খেয়েছিলেন তিনি। যা মালয়েশিয়াতে খেয়েছিলেন বলে জানান বিরাট কোহলি। তিনি বলেন,”না বুঝে ভুল করে কৃমি ভাজা খেয়ে ফেলেছিলাম। যা আর কখনো আমি খেতে চাই না।”

উল্লেখ্য, বিরাট কোহলির এমন মন্তব্য রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরপর ওই অনুষ্ঠানে জিজ্ঞাসা করা হয়, কোন জিনিসটি বিরাট কোহলি মোটেও খেতে চান না? এই প্রশ্নের জবাবে ভারতের প্রাক্তন অধিনায়ক মুচকি হাসি দিয়ে বলেন,”যেহেতু আমি নিরামিষভোজী, তাই আমি করলা খেতে মোটেই পছন্দ করি না। খাবারের মধ্যে এই জিনিসটাকেই আমি সবচেয়ে বেশি ঘৃণা করি।” ওই সাক্ষাৎকারে বিরাট কোহলিকে আরও জিজ্ঞাসা করা হয়, প্রিয় ছোলে ভাটুরে শেষবার কখন খেয়েছিলেন আপনি? এর জবাবে বিরাট কোহলি বলেন, “ছোলা-ভাটুরা খেয়েছি প্র তিন বছর আগে।”