টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে পরাজিত করে সুপার-৪ এর দিকে একধাপ অগ্রসর হল টিম ইন্ডিয়া। ভারতের প্রথম সারির ব্যাটসম্যানদের ব্যর্থতার পর বিরাট কোহলির হাত ধরে পাকিস্তান বধের স্মৃতিকে ধরে রাখতে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এদিন মাঠে এমন কার্য করলেন যা দেখে তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। ২০১১ ওডিআই বিশ্বকাপ জয়ের পর শচীন টেন্ডুলকারকে ভারতীয় দল যে সম্মাননা দিয়েছিল এদিন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ শেষে ভারতীয় দলের নায়ক বিরাট কোহলিকে সেই সম্মাননা দিল টিম ইন্ডিয়া।
পাশাপাশি ২০১৪ সালে শচীন টেন্ডুলকারকে উদ্দেশ্য করে তৎকালীন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি যে উক্তি করেছিলেন সেই উক্তি এদিন বিরাট কোহলির উদ্দেশ্য করলেন বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। ২০১৪ সালে বিরাট কোহলি শচীন টেন্ডুলকারের উদ্দেশ্যে বলেছিলেন যে, “দীর্ঘ ২১ বছর ধরে ও দেশবাসীর প্রত্যাশার চাপ নিচ্ছে। তাই সম্মানটাও তার প্রাপ্য।”
এদিন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ শেষে বিরাট কোহলির উদ্দেশ্যে ঠিক একই রকম মন্তব্য করলেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি এদিন বলেন,”১৫ বছর ধরে ভারতবাসীর প্রত্যাশার চাপ নিচ্ছে ও, তাই নিঃসন্দেহে সম্মানটা ওরই প্রাপ্য। যখন কথাটা আসে রান তাড়া করার তখন বিরাট কোহলি তার মাস্টার।”
পাকিস্তানের বিরুদ্ধে এদিন ম্যাচ শেষ রোহিত শর্মা একপ্রকার কাঁধে তুলে নেন ম্যাচের নায়ক বিরাট কোহলিকে। আপনাদের জানিয়ে রাখি, টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচটি একার বদৌলতে জিতিয়েছেন বিরাট কোহলি। এদিন ভারতের দুঃসময়ে ৫৩ বলে অপরাজিত ৮২ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেন। এক সময় ম্যাচ জয় যখন ভারতের কাছে দুঃস্বপ্ন বলে মনে হচ্ছিল ঠিক তখনই ম্যাচের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন বিরাট কোহলি।