খেলাক্রিকেট

সমর্থকদের উদ্দেশে বিরাট বার্তা দিলেন কোহলি, করলেন আবেগি টুইট

১৬ ম্যাচে করেছেন মাত্র ৩৪১ রান। সঙ্গে রয়েছে মাত্র দুটি অর্ধ শতরান। গড় ২২.৭৩। স্ট্রাইক রেট ১১৫.৯৯।

Advertisement

বিগত তিন বছর ধরে ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। তবে তার ক্যারিয়ারে এতটা কখনো এতটা ব্যর্থতা আসেনি যতটা আইপিএল ২০২২-এ এসেছে। আইপিএলের মেগা আসর শুরু হওয়ার পূর্বে নিজের ইচ্ছায় অধিনায়কত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি। এরপর ফাফ ডু প্লেসিসের অধীনে আইপিএল খেলার সিদ্ধান্ত নেন তিনি। অধিনায়কত্ব ছেড়ে চাপমুক্ত ভাবে খেলতে চাইলেও শেষ পর্যন্ত ব্যর্থতা তার পেছন ছাড়েনি।

চলতি আইপিএলে ব্যাট হাতে একাধিক লজ্জার রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। ফলশ্রুতিতে প্রত্যাশামতো বিভিন্ন মাধ্যমে কঠোরভাবে সমালোচিত হয়েছেন তিনি। তবে আইপিএলের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে হেরে সমর্থকদের উদ্দেশ্যে বিদায়ী বার্তা দিতে ভোলেননি কিং কোহলি। তিনি এক টুইট বার্তায় লেখেন,”কখনও কখনও আপনি জিতেন, এবং কখনও কখনও আপনি পারেন না, কিন্তু আপনারা ১২তম ম্যান আর্মি, আপনারা দুর্দান্ত ছিলেন, সর্বদা আমাদের প্রচারাভিযান জুড়ে আমাদের সমর্থন করেছেন। আপনারাই ক্রিকেটকে স্পেশাল করে দেন। শেখা কখনই থেমে থাকে না।”

তাছাড়া টুর্নামেন্ট শেষ করেই টিম ম্যানেজমেন্ট এবং কর্মকর্তাদের শুভেচ্ছা জানাতে ভোলেননি কিং কোহলি। তাদের উদ্দেশ্য একটি টুইট বার্তায় তিনি লিখেছেন,”ম্যানেজমেন্ট, সাপোর্ট স্টাফ ও ফ্র্যাঞ্চাইজির সকল সদস্যকে অনেক ধন্য়বাদ। পরের মরশুমে দেখা হবে।”

চলতি আইপিএলে শেষ ম্যাচে মাত্র ৭ রান করে সাজঘরে ফিরেছিলেন বিরাট কোহলি। এরপর অবশ্য সোশ্যাল মিডিয়া জুড়ে সমালোচনার অন্ত ছিল না। ১৬ ম্যাচে করেছেন মাত্র ৩৪১ রান। সঙ্গে রয়েছে মাত্র দুটি অর্ধ শতরান। গড় ২২.৭৩। স্ট্রাইক রেট ১১৫.৯৯। তাছাড়া চলতি আইপিএলে গোল্ডেন ডাক পাওয়ার হ্যাটট্রিক করেছেন তিনি।

Related Articles

Back to top button