Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

IND vs ENG: ধাক্কা ভারতীয় শিবিরে, ইংল্যান্ডে পৌঁছে করোনা আক্রান্ত বিরাট কোহলি

Updated :  Wednesday, June 22, 2022 3:54 PM

১লা জুলাই থেকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্টে মাঠে নামবে ভারত। তবে যে কারণে ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে চলমান রক্ত টেস্ট সিরিজ ছেড়ে দেশে ফিরেছিল ভারতীয় দল ঠিক যেন ঘুরেফিরে তেমনি পরিস্থিতি আসতে চলেছে রোহিত বাহিনীর সামনে। এর কারণ অবশ্য কোভিড-১৯। ইংল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি জমানোর পূর্বে করোনা আক্রান্ত হয়েছেন ভারতের সেরা টেস্ট অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিন। ফলশ্রুতিতে ইংল্যান্ডের বিমানে চাপতে পারেননি তিনি।

এবার আরো একটি চাঞ্চল্যকর তথ্য সামনে আসতেই রীতিমতো দুশ্চিন্তা ছড়িয়েছে ভারতীয় দলে। ভারতীয় দলের ব্যাটিং কিং বিরাট কোহলি নাকি করোনা আক্রান্ত হয়েছিলেন। তিনি দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছুটি পেতেই মালদ্বীপ ভ্রমণে গিয়েছিলেন। সেখান থেকে ইংল্যান্ডে পৌঁছেই করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। দলের সঙ্গে দিব্যি অনুশীলন চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার থেকে ভারতীয় দল লেস্টারশায়ারের বিরুদ্ধে চার দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে। সেই প্রস্তুতি ম্যাচে বিরাট কোহলি অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। অর্থাৎ পুরোপুরি সুস্থ বিরাট কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের ব্যাটিং অর্ডার মজবুত করতে পুরোপুরি প্রস্তুত। গত মঙ্গলবার লেস্টারশায়ারের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছিল, যেখানে প্রস্তুতি ম্যাচের আগে অনুশীলনে সতীর্থদের উদ্দীপ্ত করছেন বিরাট কোহলি।

২০২১ সালে বিরাট কোহলির নেতৃত্বে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে গিয়েছিল ভারতীয় দল। সিরিজের প্রথম চারটি ম্যাচ অনুষ্ঠিত হলেও শেষ ম্যাচের পূর্বে বাধ্য হয়ে দেশে ফেরে ভারতীয় দল। চলতি সফরে সিরিজের সেই শেষ ম্যাচ খেলতে ১ জুলাই থেকে এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবেন রোহিত শর্মারা। বর্তমানে ভারত উক্ত সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে।