নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে মেজাজ হারালেন অধিনায়ক বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে হারার পর সাংবাদিক সম্মেলনে এদিন এক সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারান ক্যাপ্টেন কোহলি। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনেই নিউজিল্যান্ডের কাছে সাত উইকেটে হারে ভারত। এরপরই সাংবাদিক সম্মেলনে আসেন অধিনায়ক কোহলি। সেখানেই এক সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারান তিনি।
দ্বিতীয় টেস্ট চলাকালীন ফিল্ডিংয়ের সময় বিরাট কোহলির দুটো আচরণ একটু দৃষ্টিকটু লেগেছে। তারমধ্যে একটি হলো প্রথম ইনিংসে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন আউট হওয়ার পর তাকে অঙ্গভঙ্গি করেন কোহলি এবং কিউই দর্শকরা যখন ভারতীয় দলকে কটাক্ষ করছিলো তখন মুখে আঙুল দিয়ে তাদের চুপ থাকতে বলেন কোহলি। এই ভিডিও গুলো সামনে আসতেই কোহলির সমালোচনা শুরু হয় চারিদিকে।
আরও পড়ুন : শেষ টেস্টেও হার ভারতের, ২-০ তে সিরিজ জিতল কিইউরা
এই প্রসঙ্গেই সাংবাদিক সম্মেলনে এক সাংবাদিক কোহলিকে প্রশ্ন করেন, ‘বিরাট আউট হওয়ার পর উইলিয়ামসনের প্রতি নিজের আচরণ নিয়ে আপনি কি বলবেন? জাতীয় দলের অধিনায়ক হিসেবে আপনার আরও ভালো উদাহরণ দেওয়া উচিত ছিল কিনা!’ এই প্রশ্নের জবাবেই মেজাজ হারান কোহলি। কোহলি এর উত্তরে সাংবাদিককেই প্রশ্নটি করেন। কোহলি সাংবাদিককে বলেন, ‘আপনার কি মনে হয়?’
এরপর কোহলি সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, ‘আপনার এই বিষয়ে আরও জেনে আমায় প্রশ্নটা করা উচিত ছিল। আপনি যদি বিতর্ক তৈরি করতে চান তাহলে এটা উপযুক্ত জায়গা, সময় নয়। এই বিষয়ে আমার ম্যাচ রেফারির সাথে কথা হয়েছে। ম্যাচ রেফারির এতে কোনো সমস্যা নেই।’ যদিও কোহলির এই মেজাজ হারানোর ঘটনা নতুন কিছু নয়। এর আগেও ইংল্যান্ডের বিপক্ষে হেরে একইভাবে মেজাজ হারিয়েছিলেন কোহলি।