এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee) এর ছিল ঢালাও কর্মসূচি। রানাঘাটে জনসভা, তারপর প্রধানমন্ত্রীর সঙ্গে করোনা ভ্যাকসিন নিয়ে বৈঠক। তারপরে সরাসরি তিনি হাজির হলেন বাবুঘাটে গঙ্গাসাগরের তীর্থযাত্রীদের বিশ্রাম শিবিরে। সেখানে সোমবার সন্ধ্যেবেলা তীর্থযাত্রীদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানাতে দেখা গেল তাকে। এছাড়াও তিনি বিবেকানন্দের (Swami Vivekananda) ছবিতে মাল্যদান করেছেন। সেখান থেকে তিনি বার্তা দিয়েছেন, ” বিবেকানন্দ কারো একার নয়। তিনি সবার।”
বিবেকানন্দের জন্ম বার্ষিকী কে কেন্দ্র করে সম্মুখ সমরে বর্তমানে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। দুই দলই স্বামীজীর জন্ম বার্ষিকী উদ্দেশ্য করে কর্মসূচি রেখেছে। যেখানে উত্তর কলকাতায় মিছিল করবেন শুভেন্দু অধিকারী, সেখানে দক্ষিণ কলকাতায় মিছিল করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের আগে বাঙালির বিবেকানন্দের প্রতি ভাবাবেগকে হাতিয়ার করে দু’পক্ষ মাঠে নামতে চলেছে। বাঙালি মনীষীদের নিয়ে বর্তমানে জোর চর্চা চলছে বাংলা রাজনীতিতে। তারই মধ্যে বিজেপি কে উদ্দেশ্য করে এরকম বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাবুঘাটের মঞ্চ থেকে স্বামীজীর মাহাত্ম্য তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, স্বামীজীর শিকাগো ধর্ম সভায় গোটা বিশ্বের সামনে হিন্দু ধর্মের মাথা উঁচু করে ছিলেন। এরপর তিনি আরও বলেন,’ ভারতের মনীষীরা কারো একার সম্পত্তি নয়। তারা সকলের। বিভিন্ন ক্ষেত্রে তারা দেশের নাম উজ্জ্বল করেছেন। কোন জাতি বা ধর্মকে ছোট করে তারা দেখেন নি। তারা সকলকে নিয়ে চলতে শিখিয়েছেন।”
এছাড়াও তাদের গলায় এদিন গঙ্গাসাগর মেলায় রেলপথ না থাকায় ক্ষোভ প্রকাশ করতে দেখে গেলো। তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রশ্ন ছুড়ে বললেন,” সবচেয়ে কঠিন হলো গঙ্গাসাগর যাওয়া। কুম্ভ মেলায় যাওয়ার রেলপথ রয়েছে। কিন্তু গঙ্গা সাগরে জল বেরিয়ে যেতে হয়। আপনারা যদি গঙ্গাসাগরে যান তাহলে কিন্তু কোভিড বিধি মেনে চলবেন।”














