Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ধামাকাদার 5G ফোন লঞ্চ করল Vivo, ফিচার্স চমকে দেবে আপনাকেও

Updated :  Wednesday, February 14, 2024 2:50 PM

 

আপনিও যদি নিজের জন্য একটি শক্তিশালী 5G স্মার্টফোনের সন্ধানে আছেন? তাহলে আপনার জন্য রইল এক দুর্দান্ত খবর। আপনার সব চাহিদা পূরণ করতে একটি দারুণ ফোন লঞ্চ করে শোরগোল ফেলে দিল বিখ্যাত ফোন কোম্পানি Vivo ।

ভারতের বাজারে এমন অনেক স্মার্টফোন ব্র্যান্ড রয়েছে যাদের তাদের কোম্পানির 5G স্মার্টফোন লঞ্চ করতে দেখা যায়। তবে Vivo- ফোনটি তার সেরা ফিচার, ক্যামেরা এবং শক্তিশালী প্রসেসর দিয়ে ভারতীয় গ্রাহকদের আকৃষ্ট করতে চলেছে।

Vivo কোম্পানি V26 Pro 5G ফোন লঞ্চ করে ফোনপ্রেমীদের মধ্যে শোরগোল ফেলে দিয়েছে।
এই ফোনে একটি 6.7-ইঞ্চি পোলেড ডিসপ্লে রয়েছে যার স্ক্রিন রেজোলিউশন 1080×2400 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz এবং পিক্সেল ঘনত্ব 393 PPI।
এই ফোনে অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি নামে একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে, এই ফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ভি১২।

ধামাকাদার 5G ফোন লঞ্চ করল Vivo, ফিচার্স চমকে দেবে আপনাকেও

ভারতের বাজারে 12GB RAM ও 256GB ইন্টারনাল মেমোরির সঙ্গে পাওয়া যাবে এই ফোন। এই ফোনের পিছনে রয়েছে ২০০ মেগাপিক্সেল এবং একটি প্রাইমারি ক্যামেরা, ফোনের সেলফি ক্যামেরা নিয়েও একই কথা বলা হয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাথে।

এই ফোনে একটি 4800 এমএএইচ ব্যাটারি রয়েছে যা চার্জিংয়ের জন্য ১০০ ওয়াটের চার্জারও দেওয়া হয়েছে। এই চার্জার ২৫ মিনিটে ফোনের ব্যাটারি ফুল চার্জ করতে সক্ষম। এজন এই ফোনটি এখনও ভারতের বাজারে লঞ্চ হয়নি, তবে অনুমান করা হচ্ছে যে লঞ্চের সময় এই ফোনের দাম ৪২,০০০ টাকা হতে পারে।