টেক বার্তা

ফিচার অনেক কিন্তু দাম সস্তা, রয়েছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা

Advertisement

চীনের স্মার্টফোন নির্মাতা ভিভো তাদের গ্রাহকদের খুশি করে Vivo Y200 স্মার্টফোন উন্মোচন করেছে। স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর, ৮ জিবি RAM, দুটি কালার অপশন, ১২০ হার্জ রিফ্রেশ রেট সহ অ্যামোলেড ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও শক্তিশালী ব্যাটারি রয়েছে হ্যান্ডসেটটিতে। ভিভোর নতুন হ্যান্ডসেটটি ভিভো ওয়াই ১০০ কে প্রতিস্থাপন করতে পারে। ভারতে Vivo Y200 ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি, স্যামসাং গ্যালাক্সি এম৩৪ এবং রেডমি নোট ১২ ৫জি-র সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক ভিভোর এই নতুন ফোনটি।

ভিভো ওয়াই২০০ এর ৮ জিবি RAM + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২১,৯৯৯ টাকা এবং ৮ জিবি RAM + ২৫৬ জিবি স্টোরেজের টপ এন্ড ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। ভিভো ওয়াই২০০ স্মার্টফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চি ফুল-এইচডি+ (১,০৮০×২,৪০০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্জ। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ৬ এনএম স্ন্যাপড্রাগন ৪ জেনারেশন এসওসি চিপ।

Vivo Y200

এ ছাড়া ফোনটিতে রয়েছে ৮ জিবি LPDDR4X RAM ও ২৫৬ জিবি স্টোরেজ। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ চালিত। ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। যার মধ্যে রয়েছে এফ/১.৭৯ লেন্সসহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর।

সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এফ/২.০ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ক্যামেরা সেটআপ নাইট মোড, প্যানোরামা, টাইম-ল্যাপস ভিডিও, ডুয়াল ভিউ, পোর্ট্রেট সহ বিভিন্ন ফটোগ্রাফি মোড সমর্থন করে। কানেক্টিভিটির জন্য ভিভো ওয়াই২০০-এ রয়েছে ৫জি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.২, জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, কিউজেডএসএস এবং ইউএসবি ২.০।ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৪,৮০০ এমএএইচ ব্যাটারি।

Related Articles

Back to top button