Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

১০০ টাকার কমে দুর্দান্ত প্ল্যান, আনলিমিটেড ভয়েস কলের সুবিধা আনল ভোডাফোন

Updated :  Wednesday, January 15, 2020 7:27 PM

নতুন বছরের শুরুতেই ভোডাফোন গ্রাহকদের জন্য রয়েছে সুখবর, এবার আরও সস্তা হতে চলেছে ভোডাফোনের প্রিপেইড প্ল্যান। গতবছরের ডিসেম্বর মাসে এয়ারটেল, ভোডাফোন এবং জিও তাদের রিচার্জ প্ল্যান পরিবর্তন করে তা বাড়িয়ে দেয় যা সেইসমস্ত সিম ব্যবহারকারীদের কাছে মোটেই বিশেষ ভালো খবর ছিল না।

এবার নতুন বছরেই ভোডাফোন দুটি নতুন প্রিপেইড প্ল্যান নিয়ে এল। একটি ৯৯ টাকার এবং অপরটি ৫৫৫ টাকা। ৯৯ টাকার প্ল্যানটির বৈধতা ১৮ দিন, এছাড়াও রয়েছে প্রতিদিন ১ জিবি ডেটা ব্যবহারের সুযোগ এবং দিনে ১০০ টি এসএমএস করার সুযোগ। এই প্ল্যানটিতে গ্রাহকদের আনলিমিটেড কলের সুবিধা মিলবে। যারা একেবারে বেশি টাকার রিচার্জ করতে চাননা তাদের জন্য ভোডাফোন নিয়ে এল এই বিশেষ অফারটি।

আরও পড়ুন : মেয়াদ ৫৬ দিন, সাথে থাকছে আনলিমিটেড ভয়েস কল, দুর্দান্ত প্ল্যান আসল হাতের কাছে

এছাড়াও ৫৫৫ টাকার রিচার্জের বৈধতা ৭০ দিন এবং গ্রাহকেরা পাবেন দিনে ১.৫ জিবি ডেটা ব্যবহারের সুযোগ, রয়েছে আনলিমিটেড কলের সুবিধা, প্রতিদিন ১০০ টি এসএমএস। এছাড়াও মিলবে বিনামূল্যে জি ফাইভের সাবস্ক্রিবশন। মিলবে ভোডাফোন পে সাবস্ক্রিবশন। ৯৯ টাকার প্ল্যানের মেয়াদকালে যেখানে প্রতিদিন মিলবে ১ জিবি ডেটা সেখানে ৫৫৫ টাকার রিচার্জের মেয়াদকালে গ্রাহকেরা পাবেন প্রতিদিন ১.৫ জিবি ডেটা ব্যবহারের সুযোগ।