Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ঋণের দায়ভারে সংকটে ভোডাফোন-আইডিয়া

Updated :  Thursday, February 6, 2020 8:14 AM

বিপুল ঋণে জর্জরিত টেলিকম সংস্থা ভোডফোন আইডিয়া। এই চরম সংকটজনক পরিস্থিতিতে কেন্দ্রের কাছে ত্রাণের আরজি জানিয়েছে। লাইসেন্স ও স্পেকট্রাম ব্যবহারের ফি দেওয়া নিয়ে টেলিকম সংস্থাগুলির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গত ২৪ অক্টোবর ১৪ বছর ধরে চলা মামলার রায় দিয়েছে কেন্দ্রের পক্ষে। যেখানে এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া সহ দেশের আটটি সংস্থার থেকে কেন্দ্রের বকেয়া প্রাপ্য দাঁড়িয়েছে সুদ ও জরিমানা সহ ৯২,৬৪১ কোটি৷

ভোডাফোন-আইডিয়াকে ৫৩,০০০ কোটি। সর্বোচ্চ আদালত টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছিল তিন মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া অর্থ। সপ্তাহের শুরুর দিকে AGR সক্রান্ত বকেয়া অর্থ শোধ করার জন্য আরও সময় চেয়ে দিকে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল ভোডাফোন আইডিয়া, ভারতী এয়ারটেল এবং টাটা টেলিসার্ভিসেস। সেই মামলা আগামী সপ্তাহে হাইকোর্টে ওঠার কথা।

আরও পড়ুন : জিও-র বাম্পার অফার, জিও ব্যবহারকারীরা পাবেন ফ্রি রিচার্জ

ডিসেম্বরে ভোডাফোন-আইডিয়া’র চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা বলেছিলেন, টেলিকম ক্ষেত্র গভীর সংকটে থাকায় তারা সরকারের থেকে আরও বেশি সঞ্জিবনী প্যাকেজের প্রত্যাশা করছে। তেমনটা না হলে ভোডাফোন-আইডিয়ার বন্ধ হওয়ার সম্ভাবনা থাকছে। সুপ্রিমকোর্টের রায়ে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়ে ভারতে ভোডাফোন আইডিয়ার ভবিষ্যৎ সংকটজনক বলে বুধবার মন্তব্য করলেন ভোডাফোন গোষ্ঠী।