Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভোডাফোন -আইডিয়া নিয়ে এলো সস্তায় আকর্ষণীয় রিচার্জ প্ল্যান!!

Updated :  Sunday, March 15, 2020 12:18 PM

টেলিকম পরিষেবা জগতে বিভিন্ন সংস্থাগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা লেগেই চলেছে।গ্রাহকদের সুবিধা দেওয়ার জন্য এবং গ্রাহক আকর্ষণ করার জন্য প্রতিটি সংস্থা বিভিন্ন সময় বিভিন্ন রিচার্জ প্ল্যান চালু করে। তেমনই ভোডাফোনের তরফে ভারতে দুটি নতুন প্রিপেইড পরিকল্পনা চালু করা হয়েছে। যেগুলি হলো ২১৮ ও ২৪৮ টাকার প্রিপেইড প্ল্যান। তবে এই প্ল্যানগুলি আপাতত নির্বাচিত সার্কেলে চালু হয়েছে। ২৮ দিনের বৈধতাসহ এই প্ল্যানগুলিতে আনলিমিটেড কল সহ ভোডাফোন প্লে ও Zee5 সাবস্ক্রিপশনের সুবিধা রয়েছে। তবে প্ল্যানগুলি আপাতত দিল্লী ও হরিয়ানা সার্কেলে চালু হয়েছে। রিচার্জ প্ল্যানগুলি উক্ত সংস্থার ওয়েবসাইটে ও মাই ভোডাফোন অ্যাপের মাধ্যমে রিচার্জের জন্য উপলব্ধ।

আরও পড়ুন : গ্রাহকদের জন্য কম টাকায় আকর্ষণীয় প্ল্যান আনলো বিএসএনএল

আসুন প্ল্যানগুলির সুবিধা সম্পর্কে বিস্তারিত জেনে নিই-

২১৮ টাকাঃ যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল(লোকাল ও ন্যাশনাল) + মোট ৬ জিবি ডেটা + ১০০ এসএমএস + ভোডাফোন প্লে এবং Zee5 সাবস্ক্রিপশন। বৈধতা ২৮ দিন।

২৪৮ টাকাঃ যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল(লোকাল ও ন্যাশনাল) + মোট ৮ জিবি ডেটা + ১০০ এসএমএস + ভোডাফোন প্লে ও Zee5 সাবস্ক্রিপশন। বৈধতা ২৮ দিন।