Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আরও বিপাকে ভোডাফোন, ৫১ হাজার কোটি টাকা লোকসান

Updated :  Friday, November 15, 2019 8:17 AM

তড়িৎ ঘোষ : ৩০ শে সেপ্টেম্বর শেষ হওয়া ত্রৈমাসিকে টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা ভোডাফোন-আইডিয়ার লোকসান হয়েছে ৫০৯২১ কোটি টাকা। গত কয়েকটি ত্রৈমাসিকে লাভের মুখ দেখতে পায়নি সংস্থাটি তার উপর সুপ্রিম কোর্টের একটি রায়ে আরও বিপাকে পড়ে যায় তারা।

২৫ শে অক্টোবর ভারতের সর্বোচ্চ আদালত এক রায়ে এডজাস্টেড গ্রস রেভিনিউ বা এজিআর বাবদ বকেয়া ২৮৩০৯ কোটি টাকা দ্রুত মিটিয়ে দিতে বলে। অর্থাৎ চলতি বছর যেটুকু লাভের মুখ দেখেছিল সংস্থাটি তার প্রায় সিংহভাগই চলে যাবে সরকারের বকেয়া মেটাতে। এক বিবৃতিতে সংস্থার সিইও রবিন্দর ঠক্কর জানান “সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের পর আর্থিক ছাড় পাওয়ার ব্যাপারে আমরা সরকারের সঙ্গে আলোচনা করছি”।

ভোডাফোনের সাথে আইডিয়া সংযুক্ত হওয়ার পর তাদের ব্যবসা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কয়েকটি রাজ্যে তাদের ফোরজি স্পিড রয়েছে সর্বোচ্চ। স্পেকট্রাম ব্যবহার করার জন্য সরকার ভারতী এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়ার কাছে প্রায় ৫০০০০ টাকা চায়। তারা এই টাকার কিছুটা ছাড় দেওয়ার জন্য আবেদন করে সরকারের কাছে। সেই আবেদন বিবেচনা করার কথা জানায় সরকার। তখন তাদের পিছনে লাগে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। জিও সরকার কে জানায়, বকেয়া মেটানোর মত সামর্থ্য রয়েছে এই দুই সংস্থার। প্রতিপক্ষ সুবিধা পাক এটা চায় না কোনো সংস্থাই।