Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

১০০ টাকার কমে দুর্দান্ত প্ল্যান আনল ভোডাফোন, আনলিমিটেড ভয়েস কল সহ প্রতিদিন ১ জিবি ডেটা

Updated :  Saturday, January 18, 2020 8:12 PM

টেলিকম পরিষেবা জগতে উল্লেখযোগ্য নাম হল ভোডাফোন। গ্রাহকদের উন্নত পরিষেবা দিতে একের পর নতুন প্ল্যান এনে চলেছে এই কোম্পানি। কিছু দিন আগেই প্রিপেইড প্ল্যানে ৯৯ ও ৫৫৫ টাকার নতুন অফার আনা হয়েছে, এরপর আবার ১৮০ দিন বৈধতা সম্পন্ন ৯৯৭ টাকার একটি প্ল্যান আনলো ভোডাফোন কর্তৃপক্ষ।সেইসব প্ল্যানের সুবিধা সম্পর্কে আসুন বিস্তারিতভাবে জেনে নিই।

৯৯ টাকাঃ মোট ১জিবি ডেটা+ সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কল + মোট ১ জিবি ডেটা + ভোডাফোন প্লে ও ZEE5 সাবস্ক্রিপশন। বৈধতা ১৮ দিন।

আরও পড়ুন : অতি সামান্য খরচ, আনলিমিটেড ভয়েস কল সহ হাই স্পীড ডেটার দুর্দান্ত প্ল্যান আনল BSNL

৫৫৫ টাকাঃ প্রতিদিন ১.৫ জিবি ডেটা +১০০ এসএমএস + সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কল + ভোডাফোন প্লে ও ZEE5 সাবস্ক্রিপশন। বৈধতা ৭০ দিন।

৯৯৭ টাকাঃ প্রতিদিন ১.৫ জিবি ডেটা + ১০০ এসএমএস +সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কল + ভোডাফোন প্লে সাবস্ক্রিপশন। বৈধতা ১৮০ দিন।