অফিসে গিয়ে বসের ঝাঁঝানি সহ্য করার থেকে এই বাড়ি বসেই স্বাধীন পেশাকে গ্রহণ করে নিচ্ছেন৷ আসুন বাড়ি বসে সেই কয়েকটি কাজের হিসেব জেনে নেওয়া যাক৷
ই-কমার্স- বর্তমানে একটি লাভজনক ব্যবসা৷ নিজের নাম, ধাম কোনো এক ই-কমার্স সংস্থায় নথিভুক্ত করে সেলারের কাজ করতে পারেন৷ হোলসেলার থেকে জিনিস কিনে সেখানে বিক্রি করা৷ এটা অত্যন্ত লাভজনক ব্যবসা৷
কাউন্সেলর-আপনি যদি কাউন্সেলর হিসেবে একটি চেম্বার খোলেন অনেক লাভবান হবেন৷ তবে তার জন্য ছয় মাসের একটা ট্রেনিং-এর প্রয়োজন৷
অ্যাড ক্লিক- বিজ্ঞাপনের যুগ এখন৷ বিজ্ঞাপন দিয়েই টিভি থেকে ইন্টারনেট সমস্ত কিছুই চলছে৷ বেশ কিছু সাইট আছে যারা বিজ্ঞাপনে ক্লিকের মাধ্যমে পয়সা দেয়৷ তার জন্য প্রয়োজন একটা পেপাল অ্যাকাউন্ট৷ সেই আপনাকে বিদেশি মুদ্রায় টাকা এক্সচেঞ্জ করিয়ে দেশি মুদ্রায় আপনার অ্যাকাউন্ট নাম্বারে ফেলে দেবে৷